বাংলা নিউজ > ভাগ্যলিপি > Lottery Winning Zodiacs: পয়লা বৈশাখের সপ্তাহে কোন রাশি লটারি জিততে পারেন? লটারি কাটা ঠিক নয় কাদের?
শুধুমাত্র ১৪ ঘণ্টার চাকরি করেই সংসার ঠেলে শখ পূরণ করা সহজ তো নয়! এই মূল্যবৃদ্ধির বাজারে যতই আয় করুন, ততই কম। তাই অনেকেই পাশে ব্যবসা করেন, ফ্রিল্যান্সিং করেন, আবার কেউ কেউ লটারি কেটে ফেলেন। কিন্তু এ ক্ষেত্রেও জোতিষ একটা বড় ফ্যাক্টর। ভাগ্যের জোড়ে বড়লোক হওয়ার জন্য তাই ꦍলটারির টিকিট কাটার আগে নিজের রাশি আপনার কতটা সঙ্গ দেবে, তা জ্যোতিষচর্চা থেকে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন জেনে নিই, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ পয়লা বৈশাখের সপ্তাহে, ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত কোন রাশি লটারি জিততে পারেন? লটারি কাটা ঠিক নয় কাদের?
- পয়লা বৈশাখের সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকারা লটারির দিকে ঝুঁকবেন না। লাভের বদলে লোকসান হতে পারে।
- পয়লা বৈশাখের সপ্তাহে বৃষ রাশির লটারি জিততেও পারেন, নাও জিততে পারেন। তবুও চাইলে একবার লটারি কেটে দেখুন।
- মিথুন রাশি এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। লাভ হতে পারে।
- পয়লা বৈশাখের সপ্তাহের প্রথম দিকে কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল। লটারি কেটে দেখতে পারেন।
- সিংহ রাশি পয়লা বৈশাখের সপ্তাহ শেষে লটারি কেটে দেখুন। বাকি সময় লটারি কাটতে যাবেন না।
- পয়লা বৈশাখের সপ্তাহে কন্যা রাশির খুব বেশি লটারি ভাগ্য নেই। লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা বেশি।
- তুলা রাশির ক্ষেত্রে পয়লা বৈশাখের সপ্তাহে সপ্তাহটা লটারির দিক দিয়ে সেভাবে ভাল নয়।
- পয়লা বৈশাখের সপ্তাহে মাঝামাঝি বৃশ্চিক রাশির জন্য ভাল। এর পরে একেবারেই লটারি কাটতে যাবেন না।
- ধনু রাশির জন্য পয়লা বৈশাখের সপ্তাহে বেশ ভাল। খুব বেশি নয়, অল্প অঙ্কের লটারি কাটুন।
- পয়লা বৈশাখের সপ্তাহে মকর রাশির ব্যক্তিরা খুব চিন্তাভাবনা করে এগোন।
- কুম্ভ রাশির জাতক-জাতিকারা পয়লা বৈশাখের সপ্তাহে যে কোনও সময়ে লটারি কাটুন, প্রাপ্তিযোগ রয়েছে।
- পয়লা বৈশাখের সপ্তাহে মীন রাশি আর্থিক দিকে ভাল ফল পাবেন। লটারি কেটে লাভ হতে পারে।
ডিসক্লেমার: লটারি কেনা নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আর্🅰থিক ক্ষতির আশঙ্কা থাকে। তাই 💛জ্যোতিষ মত মেনেও আপনি যে নিশ্চিতভাবে নিতে যাবেন, তা হিন্দুস্তান টাইমস বাংলা নিশ্চিত করে না।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর