প্রতিদিনকার মতোই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন প্রচুর রোগী এবং তাদের আত্মীয়রা। ঠিক সেই সময় হাসপাতালে চলল হামলা। তবে সেই হাꦦমলা দুষ্কৃতী বা হাতির নয়। আসলে এক দল মৌমাছি রোগী এবং রোগীর আত্মীয়দের উপর আক্রমণ চালꦅায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুঘাট জেলা হাসপাতালে। মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: ‘হাজার𓆏 হাজার মৌমাছি হত্যꦬা করেছে আধিকারিক', শাস্তির দাবিতে থানা ঘেরাও
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে। সেই সময় হাসপাতালে রোগী দেখার জন্য আত্মীয়রা গিয়েছিলেন। হাসপাতাল ভবনের ১০ তলাতেই একটি মৌমাছির চাক ছিল। সেখান থেকে শয়ে শয়ে মৌমাছি বেরিয়ে এসে রোগীর আত্মীয়-স্বজনদের ওপর হামলা চালায় মৌমাছি। কোনওভাবে তারা পালানোর পথ পাননি।♎ এরপর মৌমাছি তাদের কামড়ানোর পর হাসপাতালে থাকা অন্যান্য রোগীর আত্মীয়দের উপর হামলা চালায় মৌমাছি। শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। সব মিলিয়ে মৌমাছির কামড় খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
কিন্তু, হঠাৎ করে কেন মৌ💟মাছির দল আক্রমণ করল? সেপ্রসঙ্গে প্রত্যক্ষদ🌞র্শীদের বক্তব্য, আচমকা একটি চিল এসে মৌচাকে ছোঁ মেরে যায়। আর তাতেই মৌমাছিগুলি ক্ষেপে ওঠে এবং রোগীর আত্মীয়দের ওপর হামলা চালায়। এদের মধ্যে চারজনকে ছেঁকে ধরে মৌমাছির দল। তাদের হুল ফোঁটাতে শুরু করে। তখন অন্যান্যরা বাঁচাতে গেলে তাদের ওপরও হামলা চালায় মৌমাছির দল। শেষ পর্যন্ত হাসপাতালের এক কর্মী পিপিই কিট পরে তাদের উদ্ধার করেন। এমন ঘটনাকে কেন্দ্র করে যায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।