🐻 দলীয় সমাবেশে যোগদান করতে কলকাতার পথে ISF নেতাকর্মীদের বাস আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সোমবার দুপুরে এই ঘটনায় ভাঙড়ের বৈরামপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন ISF কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। বাসন্তী এক্সপ্রেসওয়েতে বন্ধ যানচলাচল।
♛জানা গিয়েছে, সোমবার কলকাতার রামলীলা ময়দানে ওয়াকফ আইনের বিরোধিতায় রয়েছে ISFএর সভা। সেই সভায় যোগদান করতে ভাঙড়, বাসন্তী, মিনাখাঁ, সন্দেশখালি থেকে বাসে করে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে কলকাতার দিকে আসছিলেন আইএসএফ সমর্থকরা। পথে বৈরামপুরে তাদের ব্যারিকেড করে আটকায় পুলিশ। এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বাস থেকে নেমে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন ISF কর্মীরা। পুলিশকর্মীরা তাদের বাধা দিলে ধুন্ধুমার বেঁধে যায়। অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ সড়কটি।
✅দলীয় কর্মীদের বাধাদান প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা ISF নেতা নওসাদ সিদ্দিকি বলেন, তৃণমূলের নির্দেশে পুলিশ এই কাজ করেছে। আমাদের সমর্থকরা বাধার মুখেও সম্পূর্ণ অহিংস আন্দোলন করছেন। কিন্তু তৃণমূল ISFকে ভয় পেয়ে পুলিশকে ময়দানে নামিয়েছে।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚপালটা স্থানীয় তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন, তৃণমূলের এত হাল খারাপ হয়নি যে ISFকে বাধা দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ যা দরকার মনে করেছে তাই করেছে।