পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগ । ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের হরিণচরা এলাকায়। মৃত মহিলা নাম অমিয়া বিবি (৫৫) । অভিযোগ এই পরিবারেরই তিন জনকে গতকাল রাতে আটক করে নিয়ে যায় পুলিশ ।পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার হরিণচরা বাঁধ এলাকায় পুলিশের গাড়ির চালকের সাথে পরিবারের সদস্য আমজাদ আলি কোন এক বিষয় নিয়ে বচসা বাঁধে । এরপরেই দেখা যায় শুক্রবার রাত প্রায় বারোটার পর হঠাৎই প্রচুর সংখ্যক পুলিশ আমিয়া বিবির বাড়িতে হানা দেয়। আমজাদ আলি, তার ভাই এমজাদ আলি ও তাঁদের বাবা হাফেজ আলিকে আটক করে নিয়ে যায় ।বাড়ির মহিলাদের পুলিশকর্মীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ । আর সেই মারেই আমিয়া বিবির মৃত্যু হয় বলে দাবি পরিবারের । এরপরেই পরিবারের লোকজন পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভের সামিল হয়।