ফের শিয়ালদা স্টেশনে ধরা পড়ল রোহিঙ্গা। শনিবার সকালে শিয়ালদা স্টেশনে রোহিঙ্গা নাবালিকা ও ১ যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। ধৃতরা কাশ্মীরে যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তারা কী ভাবে সীমান্ত পার করল তা জানতে ধৃত যুবককে জেরা করছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শিয়ালদা স্টেশনে ১ যুবক ও ২ নাবালিকাকে ঘুরতে দেখে সন্দেহ হয় আধিকারিকদের। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা রোহিঙ্গা। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে এসেছে। এর পর তাদের আটক করে পুলিশ। ধৃত ২ নাবালিকার নাম নুর ফতিমা ও শাবু পনেহর। তাদের বয়স ১২ বছরেরও কম। ধৃত যুবকের নাম আবদুল রহমান। তারা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। মায়ানমার সেনাবাহিনীর অভিযানের জেরে তারা প্রথমে বাংলাদেশে অনুপ্রবেশ করে। সেখানে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছিল তারা। কিন্তু সেখানে লাগাতার নির্যাতনের ফলে কাজের খোঁজে ভারতে আসার সিদ্ধান্ত নেয় তারা। ধৃত ২ নাবালিকা জানিয়েছে, তাদের কাজ দেওয়ার নাম করে কাশ্মীরে নিয়ে যাচ্ছিল আবদুল। সত্যিই তাদের কাজ দিতে নিয়ে যাওয়া হচ্ছিল না ধৃত যুবকের অন্য কোনও পরিকল্পনা ছিল তা জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একই সঙ্গে সীমান্তে কড়া নজরদারির মধ্যেও কী করে তারা অনুপ্রবেশ করলে তা জানতেও জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নদিয়া বা উত্তর ২৪ পরগনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ট্রেনে শিয়ালদা স্টেশনে এসেছে তারা। ধৃত যুবককে আদালতে পেশ করেছে পুলিশ। ২ নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে।