🐬গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেও ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। জানা যায়, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে। আজ সেই মামলায় রায়দান করবে শিয়ায়লদা আদালত। এর আগে গত ৪ নভেম্বর এই মামলায় আদালতে চার্জ গঠন করেছিল সিবিআই। ১১ নভেম্বর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আর গত ৯ জানুয়ারি তা শেষ হয়েছিল।
মমতাকে নিয়ে বিস্ফোরক নির্যাতিতার বাবা
𝔉নির্যাতিতার বাবা বললেন, 'মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, রাত ২টো পর্যন্ত জেগে নজর রেখেছিলেন। তাঁর কী আগ্রহ ছিল এতে… জানতে চাই। তথ্যপ্রমাণ যে লোপাট হয়েছে, সেটা সিবিআই বলেছে। শুধু সিভিক নয়, সব দোষী সামনে আসবে।'
RG Kar Case Verdict LIVE: আদালতে সঞ্জয় রায়, কিছুক্ষণেই রায়দান
꧑অভিযুক্ত সঞ্জয় রায় কে নিয়ে আসা হল শিয়ালদা কোর্টে। এর আগেই বিচারক এবং সব পক্ষের আইনজীবী ঘটনাস্থলে পৌঁছেছেন। আর কিছুক্ষণেই রায়দান হবে এই মামলায়।
রায়দানের পর পরবর্তী পদক্ষেপ কী হবে নির্যাতিতার পরিবারের?
♑নির্যাতিতার মা বলেন, ‘আজ রায় হবে মানে বিচার শেষ হয়ে যাবে না। আশা করছি রাজনৈতিক রং ছাড়া এর আগে যেমন ভাবে মানুষ আমাদের পাশে থেকেছেন, এরপরেও তাঁরা থাকবেন।’
RG Kar Case Verdict LIVE: নির্যাতিতার আইনজীবী কী বললেন?
ꦐনির্যাতিতার আইনজীবী অমর্ত্য দে রায় বলেন, 'নির্যতিতার আত্মাকেও হত্যা করা হয়েছে। এই ঘটনায় যে বা যাঁরা জড়িত, তাঁদের প্রত্যেককেই যেন আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হয়।'
‘সবচেয়ে বড় দোষী বিনীত গোয়েল’
আরজি কর কাণ্ডের রায় প্রসঙ্গে এদিন সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর মা বাবা। তাঁরা বলেন, বিচারক যা রায় দেবেন তারা মেনে নেবেন কিন্তু সবচেয়ে বড় দোষী বিনীত গোয়েল। বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে
RG Kar Case Verdict Live Update: আদালতে পৌঁছলেন বিচারক
⛎পৌঁছে গিয়েছেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। এছাড়াও সব পক্ষের আইনজীবীরাই পৌঁছেছেন আদালতে।
RG Kar Verdict LIVE: শিয়ালদা আদালতের সামনে জমায়েতের ডাক
ඣধৃত সিভিক ভলান্টিয়ারের আইনজীবী কবিতা সরকার শিয়ালদা আদালতে পৌঁছে গিয়েছেন। অপরদিকে শনিবার দুপুরে শিয়ালদা আদালত চত্বরে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তারেরা। দুপুর ১টা নাগাদ সেই জমায়েত হবে।
RG Kar Verdict Live: শিয়ালদা আদালতের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ
🌼শিয়ালদা আদালতে আজ সকাল থেকেই নিরাপত্তার বন্দোবস্ত জোরদার করেছে কলকাতা পুলিশ। মনে করা হচ্ছে আজ আদালত চত্বরে ভিড় করতে পারেন অনেকে। সেই কারণেই আগেভাগে এই নিরাপত্তা।
‘যাদের অপরাধের জায়গায় দেখা গিয়েছে, তাদের সকলকে শাস্তি দিতে হবে’
🐼নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বলেন, 'যা যা প্রমাণ ছিল, তা হারিয়ে গিয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল যখন অপরাধের জায়গায় গিয়েছিলেন, তখন প্রচুর লোকজন ওখানে ছিলেন। দেখে মনে হচ্ছিল যে ওটা মাছের বাজার। যাদের অপরাধের জায়গায় দেখা গিয়েছে, তাদের সকলকে শাস্তি দিতে হবে।'
RG Kar Live: ‘অন্য অপরাধীদের কী হবে’
♑নির্যাতিতার বাবা বলেন, ‘সঞ্জয় (ধৃত সিভিক ভলান্টিয়ার, তাকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে সিবিআই) দোষী। আদালতে যে রায় দেওয়া হবে, সেটা ওর বিরুদ্ধে যাবে। কিন্তু অন্য অপরাধীদের কী হবে? যাদের এখনও ধরা হয়নি। আমি ওদের প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখছি। ওদের আমি হাসপাতালে ঘুরে বেড়াতে দেখেছি। অর্থাৎ তদন্ত এখনও অর্ধেক হয়েছে।’
RG Kar Case Update: সিবিআই তদন্ত নিয়ে কী বলছেন আরজি কর নির্যাতিতার মা-বাবা?
🐈তদন্ত নিয়ে অসন্তুষ্ট নির্যাতিতার মা-বাবা। রায়দানের আগের রাতে তাঁরা বলেন, 'সিবিআই কোনও কাজই করেনি। সিএফএসএল বলছে ঘটনা সেমিনার রুমে ঘটেনি। সিবিআই ধৃত সিভিক একাই দোষী বলে দেখাচ্ছে। সেটাই প্রমাণ করার চেষ্টা করছে। যদিও তারা কতটা সফল হবে সেটা আদালতের রায়ের উপর নির্ভর করছে।'
RG Kar Verdict LIVE: এই মামলার রায়দান আর কিছুক্ষণের মধ্যে
ꦅসব অভিযোগ, তথ্যপ্রমাণ পেশ, পালটা দাবির মাঝে গত ৯ জানুয়ারি শিয়ালদা আদালতে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার বিচারপ্রক্রিয়া শেষ হয়। আর আজ এই মামলার রায়দান আর কিছুক্ষণের মধ্যে।
RG Kar Sanjoy Roy: সঞ্জয় কি সঙ্গমে অক্ষম?
🅰এছাড়া সিবিআইয়ের তরফ থেকে চার্জশিটে বলা হয়েছিল, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতার অন্তর্বাস পরীক্ষা করে নিশ্চিত হওয়া গিয়েছে তা জোরজবরদস্তি খোলার চেষ্টা করা হয়েছিল, যার জেরে তা ছিঁড়ে যায়। এদিকে অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষা থেকে এ রকম কোনও প্রমাণ মেলেনি যে, তিনি সঙ্গমে অক্ষম। ঘটনাস্থল থেকে লালারস মিলেছিল, তা ধৃত সিভিক ভলান্টিয়ারেরই।
RG Kar Update: সঞ্জয়ের বিরুদ্ধে আরও যা যা প্রমাণ…
🍬চার্জশিটে উল্লেখিত চতুর্থ প্রমাণ হল, সঞ্জয়ের বাজেয়াপ্ত পোশাকে রক্তের দাগ মিলেছে। এদিয়ে পঞ্চম প্রমাণ হল ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছোট ছোট চুল। সেগুলি সঞ্জয়ের বলে জানিয়েছে সিবিআই। ষষ্ঠ প্রমাণ ব্লুটুথ ইয়ারফোন, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়। সেটি সঞ্জয়ের ফোনের সঙ্গে সংযুক্ত ছিল বলে জানানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। সঞ্জয়ের শরীরে মেলা ক্ষতচিহ্ন হল সপ্তম প্রমাণ। অভিযুক্তের শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে, সেগুলি নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল।
RG Kar CBI Probe: সিবিআই চার্জশিটে সঞ্জয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে?
🌞এদিকে সিবিআই চার্জশিটে সঞ্জয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে? চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ প্রথম প্রমাণ, যা থেকে জানা গিয়েছে, গত ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় গিয়েছিল সঞ্জয় রায়। সঞ্জয়ের মোবাইল টাওয়ার লোকেশন দ্বিতীয় প্রমাণ। তা নিশ্চিত করেছে যে সেই রাতে সঞ্জয় আরজি করেই ছিল। এদিকে তৃতীয় প্রমাণ হল ডিএনএ। খুন হওয়া চিকিৎসকের দেহে মেলা ডিএনএ-র সঙ্গে মিলে গিয়েছে সঞ্জয়ের ডিএনএ।
RG Kar Sanjoy Roy Update: সঞ্জয় কী দাবি করেছিল?
ꦰএর আগে সঞ্জয় দাবি করেছিল, সরকার তাকে ফাঁসাচ্ছে। এমনকী তার আরও অভিযোগ, ডিপার্টমেন্ট তাকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলেছে। এরই মাঝে সম্প্রতি এই মামলায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা-বাবা। সুপ্রিম কোর্টে নির্যাতিতার মা-বাবা জানিয়েছেন, এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রাতিষ্ঠানিক ভাবে প্রমাণ লোপাট হয়েছে। এবং এই ঘটনায় একা সঞ্জয় রায় দোষী বলে তারা বিশ্বাস করেন না।
RG Kar LIVE: আর কয়েক ঘণ্টা বাকি… কী করছে সঞ্জয়?
𓂃আর কয়েক ঘণ্টা বাকি। তারপরই আরজি কর মামলায় রায় শোনাবে শিয়ালদা আদালতে। এই আবহে গত কয়েকদিন ধরে কীভাবে দিন কেটিয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়? এই নিয়ে সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে, সঞ্জয় রায়কে ইতিমধ্যেই একটি বিশেষ সেলে রাখা হয়েছে। এদিকে সঞ্জয় রায় নাকি খাওয়া-দাওয়া খুবই কমিয়ে দিয়েছেন। এদিকে ওষুধও নাকি খাচ্ছে না সঞ্জয়।
RG Kar Case LIVE: শিয়ালদা আদালতে মোট ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল
🍸আরজি কর মামলায় শিয়ালদা আদালতে মোট ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। সিবিআই ধৃত সঞ্জয়ের 'ক্যাপিটাল পানিশমেন্ট' বা মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল। এই পরিস্থিতিতে শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সঞ্জয়কে ফাঁসি দেয় কি না, সেদিকে নজর সবার।
RG Kar Verdict LIVE: আরজি করের নৃশংস ঘটনার ৫ মাস ৯ দিন পর এই মামলার রায় ঘোষণা আজ
൲তদন্ত করে সিবিআই সঞ্জয় রায়ের নামে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর। এই আবহে বিচার প্রক্রিয়া শুরুর প্রায় ২ মাস আর সেই নৃশংস ঘটনার ৫ মাস ৯ দিন পর এই মামলার রায় ঘোষণা করা হবে।
RG Kar CBI Probe: আরজি কর তদন্ত নিয়ে কী বলছে সিবিআই?
🐓কলকাতা পুলিশের পথে হেঁটেই সিবিআই দাবি করে সঞ্জয় রায়ই এই মামলায় একমাত্র দোষী। এর আগে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয়কে ধরেছিল পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের কাছে।
RG Kar Protest: আরজি কর কাণ্ডের জেরে জোর আন্দোলন
♌এরই মাঝে সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান। ১৪ সেপ্টেম্বর সেই অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। ১৬ সেপ্টেম্বর বিনীতকে সরিয়ে দেওয়া হয়। এই সবের মধ্যেই ৫ অক্টোবর ধর্মতলায় কয়েকজন জুনিয়র ডাক্তার ‘আমরণ অনশন’ শুরু করেন। এর মাঝে ১৪ অগস্ট সহ একাধিক রাত দখলের কর্মসূচি পালিত হয় কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায়।
RG Kar Doctor Rape and Murder: আরজি কর কাণ্ডে কী কী ঘটেছিল অগস্টে?
𝓀এই ঘটনাপ্রবাহে গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই ১০ অগস্ট গ্রেফতার করা হয় ধর্ষণ এবং খুনের মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিল সঞ্জয়। এরপর ১৩ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ১৮ অগস্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা শুনবে বলে জানায় সুপ্রিম কোর্ট।
RG Kar Case: আরজি কর কাণ্ডের জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও
ꦉএদিকে আরজি কর কাণ্ডের জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও। সেখানে দীর্ঘদিন ধরে শুনানি চলে। শীর্ষ আদালতের নজরদারি সিবিআই তদন্ত চলে এই খুনের ঘটনায়। বন্ধ খামে তদন্তের গতিবিধি সম্পর্কে সুপ্রিম কোর্টকে অভিহিত করতে থাকেন কেন্দ্রীয় তদন্তকারীরা। গ্রেফতার হন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও অভিজিৎ এবং সন্দীপের বিরুদ্ধে এখনও চার্জশিট দেয়নি সিবিআই। এই আবহে অভিজিৎ ছাড়া পেয়ে গিয়েছেন জামিনে। দুর্নীতির মামলায় এখনও জেলে আছেন সন্দীপ।
RG Kar Case Live: আরজি কর কাণ্ডের জেরে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএই আরজি কর কাণ্ডের জেরে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। উত্তর থেকে দক্ষিণ ভারতে চিকিৎসকরা প্রতিবাদে সরব হয়েছিল। বাংলায় দীর্ঘদিন ধরে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলে এই ঘটনার প্রতিবাদে। চাপের মুখে সরকারকে পুলিশ কমিশনার বদল করতে হয়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বৈঠকে বসতে হয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে। উঠেছে রাজনীতির অভিযোগ। উঠেছে প্রভাব খাটিয়ে প্রমাণ লোপটের অভিযোগ। এই সবের মাঝেই তদন্ত এগিয়েছে এই মামলায়।
RG Kar Case Verdict LIVE: আজ কখন হবে আরজি কর মামলার রায়দান?
ꦿশনিবার দুপুর ২ টো ৩০ মিনিটে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার রায়দান করবে শিয়ালদা আদালত। এই মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। অন্যদিকে আরজি করের নির্যাতিতার মা-বাবার দাবি, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও আরও অনেকে জড়িত থাকতে পারেন।
আজ থেকে ৫ মাস ৯ দিন আগে…
𒈔২০২৪ সালের ৯ অগস্ট, আজ থেকে ৫ মাস ৯ দিন আগে কলকাতা তথা বাংলা সহ গোটা দেশ হতবাক হয়ে গিয়েছিল। আরজি কর মেডিক্যাল কলেও ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। প্রাথমিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ ওঠে সেই সময়। পরে জানা যায়, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে। আজ সেই মামলায় রায়দান করবে শিয়ায়লদা আদালত।