ꦐ বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগেই চোট সারিয়ে মাঠে ফেরেন মহম্মদ শামি। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে নিজের ফর্ম ও ফিটনেসের প্রমাণ দেন শামি। তা সত্ত্বেও তারকা পেসারকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়ার কথা বিবেচনা করেননি জাতীয় নির্বাচকরা। ভারতীয় টিম ম্যানেজমেন্টও শামির প্রয়োজনীয়তা অনুভব করেনি শুরুর দিকে।
🍌অস্ট্রেলিয়া সফর চলাকালীন রোহিত শর্মাকে একাধিকবার শামিকে নিয়ে প্রশ্নের জবাব দিতে হয়। সেই সময় রোহিত জানান যে, শামির ফিটনেস নিয়ে সমস্যা রয়েই গিয়েছে। তাই তারকা পেসারের জন্য জাতীয় দলের দরজা খোলা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির উপর।
✅দীর্ঘ এক বছরের ব্যবধান কাটিয়ে মাঠে ফেরার পরে প্রাথিমকভাবে শামির ফিটনেস নিয়ে তেমন কোনও সমস্যা দেখা যায়নি। রঞ্জি ও মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে স্বচ্ছন্দে মাঠে নামেন তিনি। তবে বিজয় হাজারে ট্রফির শুরুর দিকে ফিটনেস নিয়ে সমস্যা দেখা দেওয়ায় গ্রুপ লিগের চারটি ম্যাচে মাঠে নামেননি শামি।
𝔉অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারত পার্থ টেস্টে জয় তুলে নেওয়ায় মনে করা হয়েছিল বুঝি বুমরাহর পাশাপাশি সিরাজ-হর্ষিত-আকাশ দীপরা কাজ চালিয়ে দেবেন। তবে বাস্তবে বুমরাহকে একা লড়াই চালাতে দেখা যায়। অল্পবিস্তর সঙ্গত করেন সিরাজ। আর কোনও ভারতীয় পেসার এক্ষেত্রে ভারতীয় দলকে নির্ভরতা দিতে পারেননি।
📖এমন অবস্থায় রিকি পন্টিং বিস্ময় প্রকাশ করেন শামিকে ভারতীয় দল অজি সফরে না খেলানোয়। প্রাক্তন অজি তারকার দাবি, যদি আধা ফিট শামি তুলনায় কম ওভারও বল করতেন অস্ট্রেলিয়া সফরে, তবে ভারত তার সুফল পেত। কেননা বুমরাহর পাশাপাশি শামিও অস্ট্রেলিয়ার পিচে প্রভাবশালী বল করতেন বলেই বিশ্বাস পন্টিংয়ের।
𝓡আইসিসি রিভিউয়ের আলোচনায় রবি শাস্ত্রীকেও এক্ষেত্রে শামিকে অস্ট্রেলিয়া সফরে উড়িয়ে নিয়ে যাওয়া উচিত ছিল বলে মত প্রকাশ করতে শোনা যায়। শাস্ত্রীর দাবি, শামিকে অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়ে দলের সঙ্গেই রিহ্যাবে রাখা উচিত ছিল। যদি মাঝপথে নিতান্তই মনে হতো যে, শামির পক্ষে সিরিজে মাঠে নামা সম্ভব নয়, তখন দেশে ফেরত পাঠানো যেত।
শামিকে নিয়ে শাস্ত্রী কী বলেন
♋শামির প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, 'আমি হলে শামিকে দলের সঙ্গে রেখেই ওর রিহ্যাবের ব্যবস্থা করতাম। তার পরে যদি তৃতীয় টেস্টের সময় মনে হতো যে, ও সিরিজে মাঠে নামতে পারবে না, তাহলে দেশে ফেরত পাঠানো যেত। তবে ওকে দলের সঙ্গে অবশ্যই নিয়ে যেতাম। সেক্ষেত্রে সেরা ফিজিওদের তত্ত্বাবধানে থাকতে পারত ও।'
শামিকে নিয়ে রিকি পন্টিং কী বলেন
꧅শামির প্রসঙ্গে রিকি পন্টিং বলেন, ‘সিরিজের মাঝপথেও শামিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়নি দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। ২টো ম্যাচ বাকি থাকতেও ওকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া যেত। যদি শামি সম্পূর্ণ ফিট নাও থাকত, যদি ও সারা দিনে তুলনায় কম ওভার বল করত, তাহলেও নীতীশ রেড্ডিকে দিয়ে সেটা মেকআপ করানোর সুযোগ ছিল। তবে আমি মনে করি শামি তফাৎ গড়ে দিতে পারত।’