বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে চোট পেয়েছিলেন বাংলার পেসার আকাশদীপ। যেই কারণে মিস করতে হয়েছিল সিডনিতে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি, এমনকী আসন্ন ইংল্যান্ড সিরিজেও দলে পাওয়া যাবে না তাঁকে। তবে এখন কেমন আছে, চোটই বা কত গুরুতর তাঁর? সেই বিষয়ে এদিন আপডেট দিলেন আকাশদীপ। পিঠে টান ধরেছিল এই ২৮ বছর বয়সী ক্রিকেটারের। এখন তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি𝓡র (NCA) থেকে বোলিং করার ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় আছেন বলে জানা যাচ্ছে। সামনের মাসে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এই আকাশদীপের সেরে ওঠাটা গুরুত্বপূর্ণ। কারণ, বুমরাহের চোট নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনিও বর্ডার গাভাসকর সিরিজের শেষ টেস্টে চোট পেয়েছিলেন। বর্তমানে তাঁকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডের চিকিৎসকদের তরফে।
কেমন আছেন আকাশদীপ?
PTI-র সঙ্গে কথা বলার সময় আকাশদীপ🍨 জানিয়েছেন যে তাঁকে ২ সপ্তাহ সম্পূর্ণরূপে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সব ঠিক আছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। যেহেতু আমি কিছু সময় ধরে লাগাতার ক্রিকেট খেলে আসছিলাম সেই কারণে আমাকে ১৫ দিনের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। আমি NCA-র পরামর্শ মেনে চলছি এবং অপেক্ষায় আছি কবে তারা আমায় ফের বোলিং করার ছাড়পত্র দেবে তার।’ গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল আকাশদীপের। লাগাতার ভালো পারফরম্যান্সের কারণে সীমিত ওভারের ক্রিকেটেও তাঁর সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু চোটের কারণে তাতে কিছুটা ব্যাঘাত ঘটল বলেই মনে করা হচ্ছে। নিজের বোলিং সম্পর্কে তিনি বলেন, ‘আমার প্রচেষ্টা ছিল শৃঙ্খলা বজায় রাখা, ভালো জায়গায় বোলিং করা এবং ব্যাটারের ভুল করার জন্য অপেক্ষা করা…বল নতুন, আধা-নতুন বা পুরানো তাতে কিছু যায় আসে না।’
কেমন ছিল আকাশদীপের পারফরম্যান্স?
এই ভারতীয় পেসার মেলবোর্ন এবং ব্রিসবেনে 🤡দুটি টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং গাব্বাতে একটি মূল্যবান ৩১ রানের ইনিংস খেলেছিলেন, যা ভারতকে ফলো অন এড়াতে সাহায্য করেছিল। আকাশদীপের ঝুলিতে আরও উইকেট যুক্ত হতেই পারত, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কিছু ক্যাচ ফস্কেছে ফিল্ডাররা। অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন আকাশদীপ। তিনি বলেন, ‘রোহিত ভাই আমার উপর অনেক আস্থা রেখেছিল। সে বলত আমি উইকেট নিতে পারব। সে বলেছিল - তোকে দেখে মনে হয় তুই সব বলেই উইকেট নিবি।’