ꦿ বর্ডার গাভাসকর সিরিজের পর থেকেই বিতর্ক যেন কেটেও কাটতে চাইছে না ভারতীয় দলের অন্দরে। মাঝেমধ্যেই উঠে আসছে ভারতীয় ক্রিকেটার, কোচ সম্পর্কে বিভিন্ন সময় তথ্য। সেটা রোহিতের সঙ্গে গম্ভীরের তিক্ত সম্পর্কের কথা হোক কিংবা ড্রেসিং রুমের সব কথা বাইরে ফাঁস হয়ে যাওয়া, যা নিয়ে বেজায় বিরক্ত বিসিসিআই।
গম্ভীর জানান তথ্য ফাঁস করেছে সরফরাজ-
🅰এর মধ্যে কদিন আগেই বিসিসিআইয়ের কর্তাদের নাকি কোচ গৌতম গম্ভীর জানান, অস্ট্রেলিয়ায় ড্রেসিংরুমে তথ্য লিক হয়ে যাওয়ার পিছনে হাত রয়েছে তরুণ ক্রিকেটার সরফরাজ খানের। এরপরই প্রশ্ন উঠছে সরফরাজ কেন এমন কাজ করেছেন। একই সঙ্গে বিসিসিআইয়ের বৈঠকে গম্ভীর যে সরফরাজের নাম বলেছেন, সেটাই বা লিক হল কি করে, সেই প্রশ্নও তুলেছেন হরভজন সিং।
বিসিসিআই কড়া নির্দেশ দেয়-
এই আবহেই বিসিসিআই 💙এক দিন আগেই দশ দফা নির্দেশিকা জারি করে দিয়েছে। সাম্প্রতিক সময় ভারতীয় ক্রিকেটে যা বিরল। একপ্রকার বাধ্য হয়েই এবার ক্রিকেটারদের জন্য আলাদা করে নির্দেশিকা দিতে হল বিসিসিআইকে, এই বিষয়টাই বুঝিয়ে দেয় ভারতীয় ক্রিকেটারদের ওপর রাশ কিছুটা আলগা হচ্ছিল বোর্ডের, সেই কারণেই এবার শক্ত হাতে তা ধরতে চাইছে বোর্ড।
দশ দফা নির্দেশিকা বোর্ডের-
বিসিসিআইয়ের꧟ দেওয়া নির্দেশগুলোর মধ্যে একটি নির্দেশ বেশ চোখে লাগার মতো। ক্রিকেটারদের একই হোটেলে, টিম বাসে করেই যাতায়াত করতে হবে সিরিজের সময়। এই নির্দেশের পর অনেকেই মনে প্রশ্ন জেগেছে, এতদিন কি তাহলে কিছু কিছু ক্রিকেটার টিম হোটেলেও থাকতেন না? ব্যক্তিগতভাবে গাড়ি করেই মাঠে জেতেন? বিদেশ সিরিজে গিয়েও সুন্দর দাম্পত্য জীবন কাটাতেন, স্ত্রী, সন্তানদের সঙ্গে নিয়ে?
খোঁচা দিলেন ইরফান পাঠান-
এবার এই বিষয়টা নিয়েই ভারতীয়🅘 দলের তারকা ক্রিকেটারদের খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। কারোরই বুঝতে বাকি নেই, কোন কোন ক্রিকেটার টিম হোটেলে নাও থাকতে পারেন অথবা টিম বাসে না গিয়ে নিজের প্রাইভেট কার করে মাঠে আসতে পারেন। সেই নিয়েই এবার ইরফান পাঠান উদাহরণ হিসেবে টেনেছেন প্রাক্তন তারকা ক্রিকেটারদের।
বোর্ডের দিকেই আঙুল পাঠানের-
🌳সচিন তেন্ডুলকর নিজের কেরিয়ারের পড়ন্ত লগ্নে এসেও চুটিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন, সঙ্গে থেকেছেন সবার সঙ্গে এক হয়েই। কখনও নিজেকে বাকিদের মধ্যে থেকে কুলিন জায়গায় বসাতে চাননি লিটল মাস্টার। ইরফান পাঠান কোনও ক্রিকেটারের নাম না উল্লেখ করেই বলছেন, ‘ভারতীয় দলের সর্বকালের সেরা ক্রিকেটাররাও বাকিদের সঙ্গে একই হোটেলে থাকত অতীতে। আমার প্রথম কথা হল, কীভাবে আলাদা হোটেলে কিছু ক্রিকেটারকে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হল? ’। নিঃসন্দেহে প্রশ্নটা কিন্তু বিড়ম্বনায় ফেলবে বিসিসিআইকে। কারণ তাঁদের নির্দেশ ছাড়া টিম ইন্ডিয়ার বাসের চাকা এক ইঞ্চিও গড়ায় না। সেখানে দিনের পর দিন কিছু ক্রিকেটার সেই বাসে চড়েননি, হোটেলে যাননি। বিষয়টা কিন্তু হাইলি সাসপিশাস।