𓂃 দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে ফের ব্যাট হাতে ঝড় তুললেন জো রুট। ব্রিটিশ তারকার ঝোড়ো ইনিংসের সুবাদে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরাট রান তাড়া করে দাপুটে জয় তুলে নেয় পার্ল রয়্যালস। শনিবার এসএ-২০'র অপর ম্যাচে ব্যর্থ হয় ফ্যাফ ডু'প্লেসির অনবদ্য হাফ-সেঞ্চুরি। রায়ান রিকেলটনের ব্যাটে ভর করে জো'বার্গ সুপার কিংসকে হারিয়ে দেয় এমআই কেপ টাউন।
প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম পার্ল রয়্যালস ম্যাচের ফলাফল
𒁃সেঞ্চুরিয়নে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে প্রিটোরিয়া ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২১২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ৩৪ বলে ৫৪ রান করেন উইল স্মিড। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ২৩ বলে ৪৫ রান করেন কাইল ভেরেইন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন।
⛎২৯ বলে ৪২ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন জেমস নিশাম। পার্লের হয়ে ২৮ রানে ২টি উইকেট নেন মুজিব উর রহমান।
🔥পালটা ব্যাট করতে নেমে পার্ল রয়্যালস ১৯.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। দল জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়ায় নিশ্চিত শতরান হাতছাড়া হয় জো রুটের। তিনি ৬০ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন। মারেন ১১টি চার ও ২টি ছক্কা।
𓂃৩৩ বলে ৫৬ রান করেন রুবিন হার্মান। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ক্যাপ্টেন ডেভিড মিলার ২৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ম্যাচের সেরা হন জো রুট।
জো'বার্গ সুপার কিংস বনাম এমআই কেপ টাউন ম্যাচের ফলাফল
𒅌কেপ টাউনে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সুপার কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭২ রান সংগ্রহ করে। ৩৮ বলে ৬১ রান করেন ফ্যাফ ডু'প্লেসি। তিনি ৬টি চার ও ৩টি ছক্কা মারেন। ২৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। ডেভন কনওয়ে করেন ৩১ বলে ৩৫ রান।
🔥এমআইয়ের রিজা হেনড্রিক্স ২ ওভারে ৭ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ক্যাপ্টেন রশিদ খান ৪ ওভারে ৩৩ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। উইকেট পাননি বোল্ট ও রাবাদা।
🥃জবাবে ব্যাট করতে নেমে এমআই কেপ টাউন ১৫.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। রায়ান রিকেলটন ৩৯ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি ৮টি চার ও ৬টি ছক্কা মারেন। ম্যাচের সেরা হন তিনিই।