একে তো গুজরাট টা🍌ইটানসের কাছে হারের ধাক্কা সামলে ওঠার সময় পায়নি রাজস্থান রয়্যালস। তার উপর সঞ্জু স্যামসনদের পরাজয়ের জ্বালা দ্বিগুণ হল বিসিসিআইয়ের বিরাট শাস্তিতে। আমদাবাদে টাইটানস ম্যাচের পরেই রাজস্থান শিবিরে উড়ে আসে ঘোর দুঃসংবাদ। ক্🦩যাপ্টেন স্যাসমন-সহ রয়্যালসের সব ক্রিকেটারকে একধার থেকে কড়কে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
বুধবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের কাছে ৫৮ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে রাজস্থান রয়্যালস। গুজরাটের ২১৭ রানের বিশাল ইনিংস তাড়া করতে নেমে রয়্যালস অল-আউট হয় মাত্র ১৫৯ রানে। এই ম্যা☂চেই আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে পড়ে রাজস্থান।
কী দোষ করে রাজস্থান রয়্যালস?
আসলে বুধবার আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ২০ ওভꦦারের বোলিং কোটা শেষ করতে পারেনি রাজস্থান। ফলে স্লো ওভার-রেটের দায়ে পড়ে তারা। যে কারণে শাস্তি হয় রয়্যালস শিবিরের প্রত্যেকের। যেহেতু আইপিএলের চলতি মরশুমে এটি বেঙ্গালুরুর দ্বিতীয়বার ওভার রেট বজায় রাখতে না পারার অপরাধ, তাই ক্যাপ্টেন-সহ দলের সব ক্রিকেটারের মোটা টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, প্রথমবার এমন অপরাধের জন্য শুধুমাত্র ক্যাপ্টেনকে নূন্যতম জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছিল।
কার কত টাকা জরিমানা হল?
চলতি মরশুমে রাজস্থ♒ানের দ্ব෴িতীয়বার আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য ২.২২ ধারা অনুযায়ী ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে ভারতীয় মুদ্রায় ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পার পাননি দলের বাকি ক্রিকেটাররা। রয়্যালস ফের এমন ভুল করায় ক্যাপ্টেনের সঙ্গে মাশুল গুনতে হয় প্রথম একাদশের বাদি খেলোয়াড়দেরও। এমনকি শাস্তি হয় ইমপ্যাক্ট প্লেয়ারেরও।
ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দলের♊ বাকি সব ক্রিকেটারকে ৬ লক্ষ টাকা করে অথবা তাদ🏅ের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ, যেটার পরিমাণ কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়। অর্থাৎ, ইমপ্যাক্ট প্লেয়ার মিলিয়ে রাজস্থান রয়্যালসের মোট ১২ জন ক্রিকেটারের শাস্তি হয় এই ম্যাচে।
উল্লেখ্য, এর আগে গুয়াহাটিতে ♌সিএসকের ব🅠িরুদ্ধে হোম ম্যাচেও রাজস্থান রয়্যালস নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা শেষ করতে পারেনি। সেবার শাস্তি হয়েছিল ক্যাপ্টেন রিয়ান পরাগের। সেই ম্যাচে স্যামসন ছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার।
আইপিএল ২০২৫-এ সঞ্জু স্যামসন হলꦫেন পঞ্চম অধিনায়ক, যাঁকে দলের স্লো ওভার-রেটের জন্য শাস্তি পেতে হল। রাজস্থানের দুই ক্যাপ্টেন রিয়ান ও স𝐆ঞ্জু ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, লখনউ দলনায়ক ঋষভ পন্ত এবং আরসিবি অধিনায়ক রজত পতিদারও রয়েছেন এই তালিকায়।