🅷 বর্ডার-গাভাসকর ট্রফির ভরাডুবির পরে বুধবার শুরু ভারতের সীমিত ওভারের ক্রিকেট অভিযান। নিন্দুকদের মুখ বন্ধ করতে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারত নিশ্চিতভাবেই জয় তুলে নিতে চাইবে। যদিও শক্তিশালী ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের কাজ সহজ হবে না মোটেও।
🌟দক্ষিণ আফ্রিকা সফরে ৩-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে আসার পরে সূর্যকুমার যাদবদের আত্মবিশ্বাসী দেখানোই স্বাভাবিক। যদিও এক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথা ব্যাথা হয়ে দেখা দিতে পারে প্রথম একাদশ নির্বাচন।
♋প্রথমত, ওয়ান ডে ফর্ম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টি-২০'তে যথাযথ কম্বিনেশন খোঁজার কোনও প্রসঙ্গ নেই ভারতীয় দলের সামনে। কেননা টি-২০ স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ম্যাচ প্র্যাক্টিসে রাখার শর্ত থাকতে পারে ভারতের সামনে।
🍸তবে সমস্যা দেখা দিতে পারে অন্য জায়গায়। আসলে মহম্মদ শামির মতো চোট সারিয়ে দলে ফেরা ক্রিকেটারদের বসিয়ে রাখার কোনও উপায় নেই। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সফরে ভালো খেলা কোনও না কোনও ক্রিকেটারকে রিজার্ভ বেঞ্চে বসাতে হবে ভারতকে। অবশ্য ব্যাটিং অর্ডারে বিশেষ রদবদল ঘটাতে হবে না টিম ইন্ডিয়াকে।
ꦕদক্ষিণ আফ্রিকা সফরে বিশেষ নজর কাড়তে না পারলেও অভিষেক শর্মাকে ওপেন থেকে সরানো মুশকিল। অভিষেক ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন। যথারীতি ওপেনে তাঁর সঙ্গী হবেন সঞ্জু স্যামসন। সঞ্জু প্রোটিয়া সফরে একজোড়া সেঞ্চুরি করেন।
🌟আরও পড়ুন:- আর্শদীপ থেকে বরুণ, এবারের বিজয় হাজারে ট্রফিতে সর্বাধিক উইকেট কাদের?
𝓡তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন তিলক বর্মা। তিনিও দক্ষিণ আফ্রিকা সফরে ২টি সেঞ্চুরি করেন। চার নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের জায়গা পাকা। পাঁচে নামতে পারেন পেসার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। ছয়ে রিঙ্কু সিংয়ের ব্যাট করতে নামাও কার্যত নিশ্চিত। সাত নম্বরে নামতে পারেন ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল।
ꦏরমনদীপ সিং নেই। তাই লোয়ার অর্ডারে ভারত খেলাতে পারে স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। ইডেনের পিচে পেসাররা সাহায্য পেয়ে থাকেন। সেক্ষেত্রে নীতীশ রেড্ডির মাঠে নামার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও ওয়াশিংটনের পাল্লাই ভারি দেখাচ্ছে।
🔯আরও পড়ুন:- বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৯০০ ছক্কা পোলার্ডের, সেরা পাঁচের ৪ জন ক্যারিবিয়ান
🔯বিশেষজ্ঞ পেসার হিসেবে আর্শদীপ ও শামি মাঠে নামতে পারেন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীর জায়গাও কার্যত নিশ্চিত। কেননা বরুণ শুধু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছেন এমনটা নয়, বরং দক্ষিণ আফ্রিকা সফরে ৪ ম্যাচে ১২টি উইকেট দখল করেন তিনি।
🏅উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেন্স কেকেআরের ঘরের মাঠ। সেই ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দুই নাইট তারকা রিঙ্কু ও বরুণের মাঠে নামা পাকা দেখাচ্ছে। তবে সম্ভবত রিজার্ভ বেঞ্চে বসতে হবে আরও এক কেকেআর তারকা হর্ষিত রানাকে।
꧅আরও পড়ুন:- SA20 2025: একই দিনে ১১ হাজারের শিখরে ফ্যাফ-মিলার, ইতিহাস ডেভিডের
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ
ꩵঅভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংট সুন্দর/নীতীশ রেড্ডি, আর্শদীপ সিং, মহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।