শুক্রবার আইপিএলে😼র ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চিপকে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাঁর আগেই এসেছে দুঃসংবাদ। সিএসকে থেকে ছিটকে গেছেন তাঁদের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সেই সঙ্গে কেকেআরও দুঃসংবাদ পেয়েছে। এই ম্যাচ থেকে চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন মহেন্দ্র সিং ধোনি। ফলে কাজটা আরও কঠিন হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। যদিও নাইট রাইডার্স ক্রিকেটাররা তৈরি নিজেদের সেরাটা দিতে।
সিএসকে ম্যাচের আগে হুঙ্কার বেঙ্কির
চেন্নাইয়ের মাঠে গিয়ে সিএসকে🐷র বিরুদ্ধে কেকেআর খুব কম ম্যাচেই জিতেছে। তাই সেখানে নামার আগে বেঙ্কটেশ আইয়ার বলছেন, ‘এখানে আজিঙ্কা রাহানে, মইন আলি দুবছর খেলেছে। বরুণ চক্রবর্তী একজন বিশ্বমানের বোলার। ও নিজের হোম গ্রাউন্ডে খেলবেন এখানে, সেটা আমাদের কাছে অবশ্যই বড় বিষয় হতে চলেছে। ফলে আমাদের দলে থিঙ্ক ট্যাঙ্কে তাঁদের থাকা সাহায্য করবে। যেখানে সিএসকে খেলে, সেটাই ওদের হোম গ্রাউন্ড হয়ে যাচ্ছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে, এটাই পেশাদার ক্রিকেটারের কাজ। গতবার আমরা যখন এখানে খেলেছিলাম ফাইনালে, দেখেছিলাম পেসাররাই বেশি উইকেট নিয়েছে। এখানে স্পিনাররা এমনিতে বেশি উইকেট পায়। তবে আমরা সেই মতো প্রস্তুতি নিচ্ছি না যে এখানে স্পিন বেশি কাজ করবে। কারণ চ্যাম্পিয়ন দলরা কখনই শুধু স্পিন সহায়ক উইকেটে খেলবে বলে ভেবে আসে না, নিজেদের সেরাটা সব পিচেই দেওয়ার চেষ্টা করে। '
এলএসজি ম্যাচ থেকে ইতিবাচক বিষয় খুঁজছেন বেঙ্কি
আগের ম্যাচে এলএসজির𒊎 বিপক্ষে হারলেও সেই খেলা থেকেও ইতিবাচক বিষয়ই খুঁজে পাচ্ছেন বেঙ্কি। তিনি বলছেন, ‘ আমরা আগের দিনের ম্যাচটায় অনেকটা লড়াই দিয়েছি, মাত্র চার রানে হেরেছি। এমন নয় যে আমরা এক পেশে ম্যাচে হেরেছি। আমি নিজের মাইন্ডসেট ঠিক রাখতে চাই, আমার মাইন্ডসেট ভালো থাকলে আমার পারফরমেন্সও ভালো হতে থাকে। আমার মনে হয় মানসিক দিক থেকে ভালো জায়গায় থাকলে পারফরমেন্সও ভালো হওয়া সম্ভব’।
রাসেলের পাশে বেঙ্কটেশ
আন্দ্রে🌌 রাসেল একদমই রানের মধ্যে নেই। তাঁর ব্যাটিং পজিশনও স্থির করা হয়নি। কখনও এগিয়ে আনা হচ্ছে, আবার কখনও এমন সময় তাঁকে পাঠানো হচ্ছে যখন আর কিছুই করার নেই। যদিও রাসেলের খারাপ পারফরমেন্সের মধ্যেও তাঁর পাশে দাঁড়াচ্ছেন দলের মিডল অর্ডার ব্যাটার বেঙ্কটেশ আইয়ার। তাঁর কথায়, ‘কেকেআরের মতো দল বড় রান করবে বলেই আশা করা হয়েছে। এই দলে ভালো ফিনিশ করার ক্ষমতা রয়েছে। তাই একার কারোর কথা বলা উচিত নয়। কারণ রিঙ্কু সিং, রমনদীপ সিংও রয়েছে দলে। মাঠ আর পিচের কথা মাথায় রাখতে হয়। লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড কম্বিনেশনও রাখতে হয়। তাই ডিজে ব্র্যাভো যে সিদ্ধান্তই নিক না কেন ব্যাটিং অর্ডার নিয়ে, সেটার পিছনে যথেষ্ট কারণ থাকে এবং বিশ্লেষণও থাকে। ’