১ মাসের বেশ সময় ধরে পুষ্পা ২ রাজত্ব করেছে গোটা দেশের বক্স অফিসে। হিন্দিতে মুক্তি পেলেও, এই ছবি বানিয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রির। তব🧸ে এবার ফের একবার বলিউডের দখল নেওয়ার পালা। সামেনই ২৩ আর ২৬ জানুয়ারি। এই সময়টা বেশ ছুটির মরশুম থাকে। সরকারি অফিস, স্কুল-কলেজ ছুটি থাকায় প্রতিবচছরই এই ♏সময়টা ছবি মুক্তির ধুম লেগে যায়। ২০২৫ সালের প্রথম সংঘাত হচ্ছে অজয় দেবগনের ‘আজাদ’ ভার্সেস কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ দিয়ে।
বলিউড বক্স অফিস ১৭ জানুয়ারি একটি বড় সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে। আজাদ এবং ইমার্জেন্সি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। পরপর ফ্লপের মুখে পড়ে অবস্থা রীতিমতো কাহিল কঙ্গনার। শোনা গিয়েছিল💎, এমার্জেন্সি বানাতে গিয়ে নিজের মুম্বইয়ের বাড়িও নাকি বন্ধক রেখেছিলেন। আর অজয় দেবগনের শেষ ছবি সিংঘম এগেইন আশাতীত সফল্য আনতে ব্যর্থ হয়েছিল। ভুল ভুলাইয়া ৩-এর মুখোমুখি হয়ে, বেশ টালমাটাল অবস্থার তৈরি হয়েছিল বক্স অফিসে।
আজাদ নিয়ে বক্স অফিস প্রেডিকশন
অভিষেক কাপুর পরিচালিত আজাদে অজয় দেবগনের পাশাপাশি, তাঁর ভাগ্নে ও বিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানিকে দে🅰খা যাবে। তাঁরাই আসলে মুখ্য চরিত্র। অজয় এই সিনেমায় একটি এক্সটেন্ডেড ক্যামিও ♍করেছেন।
অজয় দেবগনের ভাগ্নে এবং রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানিকে নবাগতদের সাথে পরিচয় করিয়ে দেয়। অজয় এই ছবিতে একটি বর্ধিত ক্যামিও করছেন। আপাতত এই সিনেমা🤡র আলোচনার সবচেয়ে বড় বিষয় হল, উয়ি আম্মা গানটি। যেখানে রাশা-র নাচ, তাঁর চোথে-মুখের এꦏক্সপ্রেশন নিয়ে চলছে জোরদার চর্চা। তবে সেভাবে ছবির প্রমোশন দেখা যায়নি।
পিঙ্কভিলার মতে, মুক্তির দিনে টিকিটের দামের উপর নির্ভর করছে, তবে ছবিটি ৭৫ লাখ থেকে ১.৫০ কোটি টাকার মধ্যে সংগ্রহ করবে বলে আশা করা💧 হচ্ছে। ওটিটি প্লে-র মতে আবার সংগ্রহ হতে পারে ৭০ লক্ষ থেকে ১ কোটি টাকা। সকলেরই একটা মত, আাদের বক্স অফিসে💛 জায়গা ধরে রাখতে লাগবে ভালো রিভিউ, বিশেষ করে দর্শকদের মুখে মুখে যা ছড়িয়ে পড়ে বাজারে। একবার দর্শক কোনো ছবিকে গ্রহণ করলে, সেই সিনেমার ডুবন্ত নৌকা বেঁচে যাবেই যাবে।
ইমার্জেন্সি সিনেমার বক্স অফিস প্রেডিকশন
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনের সময় ভারতে যে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল, তাই নিয়েই কঙ্গনা রানাওয়াতের সিনেমা। তিনিই এই ছবির মুখ্য চরিত্র অর্থাৎ ইন্দিরা, সঙ্গে তিনিই পরিচালক-প্রযোজক। ইমার্জেন্সির প্রচারও সেভাবে করতে দেখা যায়নি 𓆉কঙ্গনা বা টিমকে। এদিকে, একসময়ের হিট মেশিন ধরা কঙ্গনাও, দর্শকদের আস্থা হারিয়েছেন কিছুটা তাঁর শেষ ছবি দিয়ে। তাই হলে, দর্শক টানা নিয়ে এই ছবির ক্ষমতা নিয়েও প্রশ্ন থেকেই যায়।
তবে আর যাই হোক, আজাদের থেকে বক্স অফিসে শক্তিশালী অবস্থানে থাকবে ইামর্জেন্সি এমনটাইমনে করছেন চলচ্চিত্র বানিজ্য বিশ্লেষকরা। পিঙ্কভ꧂িলার রিপোর্ট অনুসারে, ১.৫ কোটি থেকে ২ কোটি দিয়ে শুক্রবার খাতা খুলবে কঙ্গনার সিনেমা। আর তারপর সবটাই ভালো রᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিভিউ, দর্শকদের মতামতের উপর নির্ভর করছে।
১৭ জানুয়ারি,🃏 অর্থাৎ আজ শুক্রবার মুক্তি পাচ্ছে দুটো সিনেমাই।꧙ আপনি কোনটা দেখতে যাবেন?