ছবিতে থাকা খুদে কিন্তু টলিউডের জনপ্রিয় অভিনেতা। ছোট পর্দায় একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন। কাজ করেছেন বড় পর্দাতেও। সদ্যই ফের ছোট পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে ফিরেছেন। টিআরপিতে দারুণ ফল করছে এই মেগা। দেখুন তো চিনতে পারছেন? ছ♔বিতে 'বাবু'বেশে থাকা এই খুদে হলেন স্টার জলসার পরশুরাম। অর্থাৎ ইন্দ্রজিৎ বসু।
আরও পড়ুন: ‘পূর্ণা’কে জীবনমুখী করতে গিয়ে ﷽গোটা প্রজন্মকে প্রেম করতে শেখালেন সৃজিত! কেমন হল কিলবি༺ল সোসাইটি?
ইন্দ্রজিৎ বসুর ছোটবেলার ছবি
ইন্দ্রজিৎ বসু তাঁর ছোটবেলার এই ছবিটি অনুরাগীদের সঙ্ꦫগে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। ছবিতে দেখা যাচ🍒্ছে তার পরনে সাদা ধুতি পাঞ্জাবি।
প্রসঙ্গত ইন্দ্রজিৎ বসুকে বর্তমানে স্টার জলসার ধারাবাহিকে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে দেখা যাচ্ছ🧸ে। সদ্য শুরু হওয়া ইন্দ্রজিৎ এবং তৃণার এই ধারাবাহিক প্রথম থেকেই থেকেই কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে বেঙ্গল তথা স্লট টপার পরিণীতাকে। চলতি সপ্তাহেꦫ ৬.৪ রেটিং পেয়ে টিআরপি তালিকায় চার নম্বরে আছে এই মেগা। এখানে একজন পুলিশের বেশে দেখা যাচ্ছে তাঁকে।
ইন্দ্রজিৎ বসুর ব্যক্তি জীবন
চুপিচুপি প্রেম করছেন পরশুরাম অর্থাৎ ইন্দ্রজিৎ বসু। আর অভিনেতার প্রেমিকা কিন্তু ইন্ডাস্ট্রির বাইরে কেউ নন। বরং ছোট পর্দার একজন অতি পরিচিত মুখ। ভাবছেন কে? সাক্ষী রায়। লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে ছিলেন সাক্ষী রায়। সেই ধারাবাহিকে তাঁকে শেষ 🎃বার দেখা গিয়েছিল। অভিনয় করেছিলেন অনুষ✅্কার চরিত্রে। এদিন সাক্ষী ইন্দ্রজিতের সঙ্গে তাঁদের একটি মজার ভিডিয়ো পোস্ট করেন সেখানেই যেন ইঙ্গিতে নিজেদের সম্পর্কের কথা বুঝিয়ে দিলেন দুজনে।
সাক্ষীর পোস্ট করা ভিডিয𒆙়োতে দেখা যাচ্ছে তাঁদের প্রশ্ন করা হচ্ছে যে কার অন্যের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। কুশন দিয়ে পরশুরামকে মেরে অভিনেত্রী বুঝিয়ে দেন নায়ক আগে তাঁর উপর আগ্রহ দেখান। শুধু তাই নয়, পরের প্রশ্নে বোঝা যায় ইন্দ্রজিৎ বসুই নাকি সাক্ষীকে প্রোপোজ করেছেন।ꦗ
আরও পড়ুন: পরিণীতাকে টক্কর দেওয়ার মাঝেই নম্ব꧙র💙 কমলো পরশুরামের, চমক রাঙামতীর, বেঙ্গল টপার কে?