Emergency box office: কঙ্গনা রানাওয়াতের ইমার্জেন্সি অবশেষে মুক্তি পেয়েছে বক্স অফিসে। বহুদিন ধ🃏রেই নানা জটিলতায় আটকে ছিল এই ছবির মুক্তি। দেখে নিন প্রথম দিনে কত আয় করল সিনেমাখানা। স্যাকনিল্কের মতে, ছবিটি সেভাবে বড় অঙ্ক ঘরে না তুললেও, পাঁচ বছরের মধ্যে কঙ্গনার সবচেয়ে বড় উদ্বোধন এটি।
ইমার্জেন্সির বক্স অফিস কালেকশন:
শুক্রবার ইমার্জেন্সি উদ্বোধন☂ে ২.৩৫𒈔 কোটি টাকা ঘরে তুলেছে। গত পাঁচ বছরে কঙ্গনার একক মুক্তির তুলনায় ছবিটির ওপেনিং বেশ ভালো। কঙ্গনার আগের ছবি, সর্বেশ মেওয়ারা-র ২০২৩ সালের অ্যাকশন ফিল্ম তেজস ঘরোয়া বক্স অফিসে উদ্বোধনী দিনে ১.২৫ কোটি টাকা আয় করে। এর আগে ০২২ সালের অ্যাকশন ছবি 'ধাকড়' বক্স অফিসে প্রথম দিনে ১.২০ কোটি টাকা আয় করেছিল।
আরও পড়ুন: গায়ে ছোট পোশাক, শহরের নামি প𒀰াবে কেক কেটে, বিয়ারের বোতল খুলে নন্দিনীদির জন্মদিন
এর আগে, তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জীবন অবলম্বনে নির্মিত আরেকটি রাজনৈতিক বায়োপিক- থালাইভি (২০২১) প্রথম দিনে তামিল, তেলেগু এবং হিন্দি তিনটি ভাষায় মুক💎্তি পাওয়া সত্ত্বেও খাতা খুলেছিল ১.৪৬ কোটি দিয়ে। আর করোনা লকডাউনের ঠিক আগে, ২০২০ সালের জানুไয়ারিতে কঙ্গনার সবচেয়ে বড় উদ্বোধনটি ছিল স্পোর্টস ড্রামা পাঙ্গা। অশ্বিনী আইয়ার তিওয়ারির স্পোর্টস ড্রামাটি ২.৭০ কোটি টাকা আয় করে।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে জমিয়ে সাজুগুজꦿু রণবীর-♏দীপিকার, সঙ্গে গোটা পরিবার! ছোট্ট দুয়াও কি এল
ইমার্জেন্সি সিনেমা প্রসঙ্গে:
১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতে চলা ২১ মাসের ইমার্জেন্সি পিরিয়ডের উপর আলোকপাত করে, সিনেমাটি তৈরি করেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায়। এই রাজনৈতিক নাটক নিয়ে সেন্সরবোর্ডের সঙ্গে ঝামেলাতেও জড়ান তিন। শিখ সম্পꦕ্রদায়কে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগে পাঞ্জাবের বহু জায়গায় সম্প্রচারের অনুমতিই পাচ্ছে না সিনেমা।
আরও পড়ুন: ༺সুস্থ হয়ে উঠছেন সইফ আলি খান, সোমবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে: চিকিৎ🌠সক
ইমার্জেন্সির টুইটার রিভিউ
কঙ্গনা রানাওয়াতের অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্ဣশকরা। একজন টুইটারে লিখেছেন, ‘প্রত্যেক নাগরিকের অবশ্যই ইমারজেন্সি দেখা উচিত। এটিকে হিট বা ফ্লপ য়াই তকমা দেও✨য়া হোক না কেন, ছবির গুরুত্বকে অস্বীকার করা যায় না।’ আরেকজন লেখেন, ‘কঙ্গনা আবার প্রমাণ করলেন কেন তিনি কুইন #Emergency।’ তৃতীয়জন লেখেন, ‘গ্যাংস্টার থেকে ইমার্জেন্সিতে কঙ্গনা রানাওয়াতের সিনেমাটিক জার্নি প্রমাণ করে অভিনয়ের প্রতি তাঁর ডেডিকেশন। নিজেকে ভেঙেগড়ে নিয়েছেন বারবার। অসাধারণ বললেও কম হবে।’