♚ সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১৫ তে মিশমি বসু এবং প্রিয়াশুকে মজা শুরু করেছেন বিচারক এবং সঞ্চালক। তাঁরা মজা করে বলেন এই দুই প্রতিযোগীর মধ্যে নাকি বন্ধুত্বের থেকে বেশি কিছু। আর এদিন যেন সেটা আরও পোক্ত হল! মিশমির জন্য সাধের চুল কাটতে রাজি হলেন প্রিয়াংশু। তারপর কী ঘটল?
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে?
♛সম্প্রতি ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে দেখা যায় যে প্রিয়াংশু দত্ত জানাচ্ছেন যে মিশমি বসু নাকি তাঁর উপর রেগে আছেন। এটা বলতেই মিশমি জানান, আগের পর্বে প্রিয়াংশু তাঁকে গোলাপ দিয়েছিলেন, আর এটার পর তিনি সচেতন হয়ে গেছেন। মেপে কথা বলছেন, নয়তো বলতে চাইছেন না। প্রিয়াংশুর মতে সবাই নাকি এই মজাটা বাস্তব বলে মনে করছেন। তাই মিশমি জানিয়েছেন এভাবে বন্ধুত্ব রাখার মানে হয় না। তিনি কথা বলবেন না। আর তাঁদের সেই ঝামেলার ইতি টানতে এদিন মধ্যস্থা করেন বিচারকরা।
ౠপ্রিয়াংশু জানান যে তিনি এখনও সরি বলেননি। এই মঞ্চে সেটা বলতে চান। এদিনের পর্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাশা থাদানি। তিনি বলেন মিশমি ওঁকে শাস্তি দিক। আর এই শাস্তি হিসেবেই মিশমি প্রিয়াংশুকে চুল কাটতে বলেন। প্রথমে গাঁইগুঁই করলেও পরে রাজি হন। মঞ্চে ডাকা হয় হেয়ার স্টাইলিস্টকে। কিন্তু সেটা নিছক মজা করে, প্রিয়াংশুকে ভয় দেখানোর জন্য। আদতে তাঁর চুল কাটা হয়নি। সবটাই মজা করেই করেছেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, বাদশা ইবনে আদিত্য নারায়ণ।
আরও পড়ুন: ﷽অনস্ক্রিন চুমু খেতে নারাজ মিমি? তাই কি সৃজিতের নতুন ছবির নায়িকা হচ্ছেন কৌশানি?
আরও পড়ুন: ౠপুলে কবীরের সঙ্গে জলকেলি কৃতির! চর্চিত প্রেমিকের সঙ্গে কোথায় বর্ষবর্ষণ করলেন নায়িকা?
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
🎐প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।