Emergency box office update: কঙ্গনা রানাওয়াত অভিনীত, প্রযোজিত এবং অভিনীত সিনেমা ইমারজেন্সি মুক্তি পেয়েছে গত সপ্তাহের শুক্রবারে। বক্স অফিসে ক্রমাগত ফ্লপ দেওয়া কঙ্গনার ভাগ্য নির্ধারণ🥀 অনেকখানিই নির্ভর করছে এই ছবির বক্স অফিস সাফল্যের উপরে। ১৯৭৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে ভারতে লাগু হওয়া জরুরি অবস্থার উপর ভিত্তি করেই এই সিনেমা তৈরি হয়েছে। Sacnilk.com সর্বশেষ বক্স অফিস আপডেট অনুযায়ী, ইমার্জেন্সি বক্স অফিসে এখন পর্যন্ত ১০ কোটি টাকা আয় করেছে।
ইমার্জেন্সি-র বক্স অফিস আপডেট
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে প্রাথমিক অনুমান অনুসারে মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ সোমবারে ইমার্জেন্সি ০.৯৩ কোটি টাকা আয় করেছে। এটি এখনও পর্যন্ত ছবিটির সর্বনিম্ন একদিনের সংগ্রহ। আর যা যোগ করলে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১.২৮ কোটি টাকা। কঙ্গনার সিনেমার উদ্বোধনী দিন𝓀ের সংগ্রহ ছিল ২.৫ কোটি টাকা, এবং পরবর্তী ♚দিনগুলিতে কিছুটা বৃদ্ধি পেয়েছিল আয়। দ্বিতীয় এবং তৃতীয় দিনে যথাক্রমে ৩.৬ কোটি এবং ৪.২৫ কোটি টাকা আয় করেছিলইমার্জেন্সি।
আরও পড়ুন: রঞ্জিত মল্লিকের বাড়িতে প্রসেনজিৎ-জিৎ-ঋতুপর্ণারা, কোয়েলের মেয়েরꦑ মুখ দেখতেই কি এই জমায়েℱত?
সোমবার কঙ্গনা রানাওয়াত তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন, যেখানে তিনি কেবল ছবিতে প্রদর্শিত ভালবাসার জন্য ভক্তদের ধন্যবাদ জানাননি, তার চলচ্চিত্রটি নিয়ে কানাডা এবং ব্রিটেনে যে বিক্ষোভ চলছে সে সম্পর্কেও মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমার নীতি এবং আমার দেশের প্রতি আমার ভালোবাসা প্রমাণিতꦅ হয়েছে এই সিনেমার মাধ্যমে। আগে আপনারা ছবিটি দেখুন আর তারপর সিদ্ধান্ত নিন এটি আমাদের মধ্যে ভাঙন ধরায় নাকি আমাদের একত্রিত করে।’
আরও পড়ুন: রক্ত বেচে তানপুরা কিনে দেয়ꦇ বউ অদিতি! সংসারে নতুন সদস্য আসার খবর দিলেন সারেগামাপা-খ্যাত স্নিগ্ধজিৎ
জি স্টুডিও এবং কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মসের সহ-প্রযোজনায় মুক্তি পাওয়া ইমার্জেন্সি চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনুপম খের, সতীশ কৌশিক, শ্রেয়াস তালপাড়ে✃, মহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমান।
আরও পড়ুন: ‘দিন দিন আরও নোংরা 🥀হচ্ছে…’! ইশার সঙ্গে ‘পরকীয়া’র অভিযোগ, চলছে ডিভোর্স মামলা, মুখ খুললেন ইন্দ্রনীল
এর আগে কঙ্গনাকে বলতে শোনা গিয়েছিল, এই ছবি বানাতে নিজের সব সঞ্চয়কে ব্যবহার করে ফ๊েলেছেন। ফলে এই সিনেমার সাফল্যর উপর অনেকাংশেই নির্ভর করছে ক🐈ঙ্গনার সিনেমা-যাত্রা। যদিও রাজনীতি থেকেও এখন মাসে ভালোই আয় করেন। ২০২৪ লোকসভা ভোটে তিনি বিজেপির টিকিটে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন।