অভিনেত্রী ও মডেল নাতাশা স্ট্যানকোভিচ ২০২৪ সালে ডিভোর্স নেন ক্রিকেটার স্বামী ন্ডিয়ার𝓡 সঙ্গে। সম্প্রতি নাতাশা একটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন। র্যাম্প ওয়াকের সময় তাঁর আত্মবিশ্বাস দেখার মতো ছিল, কিন্তু সেখানে তিনি এমন কিছু করলেন, যা বর্তমানে সকলকে অবাক করে দিয়েছে।
র্যাম্প আগুন ধরালেন নাতাশা
ꦇনাতাশা স্ট্যানকোভিচ গোল্ডেন প্রিন্টের কালো রঙের অফ-শোল্ডার গাউন পরেছিলেন। এই গাউনের সঙ্গে তিনি একটি লম্বা শ্রাগও পরেছিলেন। তার এই লুকটিকে সম্পূর্ণ করেন সোনালি রঙের বাহুবলি ঝুমকা ও নেকলেস দিয়ে। চুল কার্ল করে খোলাই রাখেন। সঙ্গে ম্যাচিং হিলস। এই লুকে অসাধারণ দেখাচ্ছিল নাতাশাকে।
আরও পড়ুন: ♉এয়ার ইন্ডিয়ার বিমানে হেনস্থার মুখে ইমন চক্রবর্তী! ফেসবুকে নালিশ করলেন, ‘অতিরিক্ত টাকা দিয়েও…’
র্যাম্পে পোশাক খুললেন নাতাশা
🔴র্যাম্পে হাঁটার সময় নাতাশা স্ট্যানকোভিচ প্রথমে তাঁর শ্রাগ খুলে ফেলেন। ছুঁড়ে দেন মাটিতে। এরপর আরও এক রাউন্ড হাঁটার পর, গাউনে থাকা একটি বোতাম খুলে দেন, যাতে ফের বদলে যায় পোশাকের লুক। আর তাঁর হটনেসে রীতিমতো মুখ হাঁ হয় উপস্থিত সকলের।
আরও পড়ুন: 𝕴পোলাও-মটন, ফিশ ফ্রাই, ইলিশ…! বাড়িতে অতিথি এলে কী খাওয়ান সৌরভ, করলেন ফাঁস
ℱনাতাশাকে উৎসাহ দিতে র্যাম্পের একদম পাশেই দর্শকাসনে ছিলেন তাঁর চর্চিত প্রেমিকা আলেকজান্ডার। নাতাশার ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে বসে যেমন চিয়ার করছিলেন, তেমনই নাতাশার এই র্যাম্প ওয়াক ক্যামেরাবন্দিও করে নেন।
আরও পড়ুন: ♛মুসলিম মনসুরকে বিয়ে শর্মিলার, ‘প্রফেশনাল সুইসাইড’ বলত ইন্ডাস্ট্রি! মা প্রশ্ন করতেন, ‘তোর বর তোকে…’
♔হার্দিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে, হামেশাই আলেকজান্ডার ইলিকের সঙ্গে দেখা যায় নাতাশাকে। ফলত জল্পনার অন্ত নেই। এর আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল যেখানে নাতাশাকে শাড়ি পরিয়ে দিচ্ছিলেন আলেকজান্ডার।
𝔉শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডার আলেক্সের সঙ্গে এর আগে ছিল দিশা পাটানির প্রেমের খবর। যা বিশেষ করে সামনে এসেছিল, আলেকজান্ডারের হাতে থাকা টাইগারের প্রাক্তন প্রেমিকার নামের উলকি বা ট্যাটু দেখেই।
🤡২০২০ সালের শুরুতেই মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন হার্দিক। এরপর মাস কয়েক যেতে না যেতেই নাতাশার মা হতে চলার খবর প্রকাশ্যে আসে। ২০২০-র জুন মাসেই জন্ম হয় অগস্ত্যর। এরপর ছেলেকে নিয়েই ২০২৩ সালে বেশ ধুমধাম করে রাজস্থানে সামাজিক বিয়েটা করলেও, বছর ঘোরার আগে দুজনের ডিভোর্সের খবর আসে। যাতে সিলমোহর দেন ২০২৪-এ।