বর্তমানে এদেশে সবথেকে বেশি ধনী 🔴হলেন আম্বানিরা। তবে ব্যবসায়ী পরিবার হওয়ার পাশাপাশি আম্বানি বংশ বেশ আধ্যাত্মিকও বটে। মুকেশ ও নীতা আম্বানি দুজনেই তাঁদের ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতি মেনে চল𝓰ার জন্য প্রায়দিনই চর্চায় থাকেন। অনেকেই হয়ত খেয়াল করে থাকবেন, IPLটিম মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানিকে বহুবার, বহু সময় ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে মন্ত্র পাঠ করতে দেখা গিয়েছে।
গত ফেব্রুয়ারি মাসের ঘটনা, মুম্বই ইন্ডিয়ানস একপ্রকার KKR-এর কাছে হারতে বসেছিল, ঠিক তখনই স্টেডিয়ামে বসে মন্ত্র জপ করতে দেখা যায় নীতাকে। আর এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাচক্রে ম্যাচের চেহারা বদলে যায়। KKR-কে হারিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ানস। এদিকে ম্যাচ চলাকালীন নীতার মন্ত্র উচ্চারণের সেই ভি⛎ডিও সেসময় ভাইরাল হয়েছিল, যা দেখে অনেকেই অবাক হয়েছিলেন। অনেকেই জানতে চেয়েছিলেন কী এমন মন্ত্র জপ করেন নীতা?