🧔 বেস্ট ফ্রেন্ড পৌলমীর জন্মদিন উদযাপনেই দুবাইতে পৌঁছে গিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সঙ্গী রাজ। আপাতত সেখানেই কাটছে রাজ-শুভশ্রীর। 'মি টাইম' কাটাচ্ছেন তাঁরা। তবে কলকাতাতে পরিবারের কাছেই রয়েছে তাঁদের দুই সন্তান ইউভান-ইয়ালিনি। দুবাই থেকে তারকা দম্পতির নানান মুহূর্ত উঠে আসছে সোশ্য়াল মিডিয়ায়।
🌱আর এবার শুভশ্রীর ফ্যান ক্লাবের ইনস্টাগ্রামে উঠে এল এক মজাদার ভিডিয়ো। যেখানে বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে একাধিক বেলুন একটি সুতোয় বেঁধে গলায় ঝুলিয়ে নিতে দেখা গেল শুভশ্রীকে। আর সেগুলি গ্যাস বেলুন হওয়ার কারণে উপরের দিকে উঠে থাকল। সেই বেলুনের মালা পরেই ঘাড় নাড়াতে নাড়াতে হ্যাপি বার্থ ডে বলে বন্ধুকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। তবে আরেকটু হলেই শুভশ্রীর গলায় ফাঁস লেগে যেত। একজন তাই অভিনেত্রীকে সাবধান করে বললেন, ‘গলায় ফাঁস লেগে যাবে শুভ, ইয়ার্কি মারিস না।’ এদিন শুভশ্রী পরেছিলেন জিন্সের স্কার্ট আর বাদামী রঙের একটা টপ।
▨আরও পড়ুন-নিজের গায়ে হলুদে জমিয়ে নাচলেন, রুবেলের সঙ্গে দেখা মিলল নিতবরের, কে এই খুদে?
ౠএদিকে সোশ্যাল উঠে আসা আরও একটি ভিডিয়োতে মুগ্ধ হয়ে শুভশ্রীকে বুর্জ খলিফা দেখতে দেখা গিয়েছে। আবার কোনও ভিডিয়োতে দুবাইয়ের রেস্তোরাঁয় বসে জমিয়ে খাওয়াদাওয়া করতে দেখা গিয়েছে রাজ-শুভশ্রীকে। আবার কোনওটিতে দুবাইয়ের একটি মলে আইসক্রিমে মন দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এভাবেই ফ্যান ক্লাবের হাত ধরে দুবাইতে কাটানো রাজ-শুভশ্রীর নানান মুহূর্ত উঠে এসেছে।
𓂃দু'দিন আগেই রাজ-শুভশ্রী সহ তাঁদের গোটা টিমকে দুবাই-এর বিখ্যাত রেস্তোঁপাব ‘Sky2.0Dubai’-তে রাতপার্টি করতে দেখা গিয়েছিল। সেই ছবিও উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, ৪ দিন আগেই দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকে ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী নিজেই। সেই ছবিতে বিজনেস ক্লাসে চড়ে দুবাই যেতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আবার তাঁর হাতে ছিল নামী ব্র্যান্ডের ব্যাগ, যেটির দাম কিনা ১ লাখ ৫৮ হাজার টাকা! তবে অনেকেই তারকা দম্পতির এই বিলাসবহুল বিদেশ ট্রিপ নিয়ে প্রশ্ন তুলেছেন, রোজ রোজ বিদেশ ট্যুর, এত টাকা আসে কোথা থেকে?
💙প্রসঙ্গত ১ মাসে আগেই নববর্ষ উদযাপনে দুই সন্তানকে নিয়ে ফুকেতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। তাঁদের সেই ট্যুরের ছবিও ভাইরাল হয়েছিল. আর এবার তাঁদের দুবাই সফরের পালা। তবে ঘুরে বেড়িয়ে দেশে কবে ফিরবেন তারকা দম্পতি? তা অবশ্য জানা যায়নি।