গতকাল অর্থাৎ ১৪ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বাবার স্মৃতি রোমন্থন করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ২০২০ সালের ১১ এপ্রিল মারা গিয়েছিলেন স্বস্তি🐼কার বাবা সন্তু মুখোপাধ্যায়, বাবাকে ছাড𒁃়া পাঁচটা নববর্ষ কাটিয়ে দেওয়ার যন্ত্রনা বারবার ফুটে উঠেছিল অভিনেত্রীর পোস্ট ঘিরে।
নববর্ষের সকালে কমলা রঙের শাড়ি পরে দিদির সঙ্গে নতুন বছর শুরু করলেন স্বস্তিকা। সঙ্গে ছিল বোনপো শিব এবং একমাত্র পোষ্য সা✤বিত্রী। নতুন বছরের সকালে স্বস্তিকার দিদি পরেছিলেন একটি নীল রঙের শাড়ি। দুই বোন মিলে কলকাতার অলিতে গলিতে হেঁটে𒀰 বেড়ালেন, পোজ দিয়ে ছবি তুললেন আর করলেন স্মৃতি রোমন্থন।
আরও পড়ুন: বন্ধ হয♉়ে গেল ‘দ্যা দিল্লি ফাইলস’ - এর শ্যুটিং, ক্ষুব্ধ বিবেক বললেন,'অসম্ভব!'
আরও পড়ুন: কেশরী চ্যাপ্টার ২ দেখে আপ্লুত রানা🅘 দাগ্গুবতি, ༺বললেন, 'এমন সিনেমা সব ভাষায়...'
ভিডিয়ো পোস্ট করে স্বস্তিকা লেখেন, ‘পয়লা বৈশাখের সঙ্গে প্রথম আলাপ করিয়েছিল মা। নতুন বছরে নতুন কিছু গায়ে দিতে হয় তাই ছোটবেলায় মা দেশপ্রিয়๊ পার্কের দোকান থেকে এমব্রয়ডারি করা টেপ ফ্রক, ইমিটেশনের দুল, চুরি, চুলের ক্লিপ কিনে আনত।’
অভিনেত্রী লেখেন, ‘আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা এই ছোট ছোট সুখেই আমরা সুখে থাকি। ছো🤡টবেলার মতোই সেই ঐতিহ্যকে আপন করে আজ আমি আর আমার দিদি নতুন শাড়ℱি পড়েছি। বাবা বলতো শুভ একলা বৈশাখ। কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে বৈশাখ তো আর একলা হয় না।’
সবাইকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আজ আমি, দিদি, শিব, সাবিত্রী এবং দা গ্রুমিং কোম্পানির তরফ থেকে আপনাদের সবাইকে জানাই নববর্ষে🦋র অনেক অনেক শুভেচ্ছা। নতুন বাংলা বছর ১৪৩২ এর অনেক শুভেচ্ছা জানাই আপনাদের। এই বৈশাখ এবং আপনাদের আগামী শুভ হোক-আলো হোক।’
আরও পড়ুন: বলিউডে প্রত্যাবর্তন ফাওয়াদের,সমর্থন জানিয়ে সুস্মিতা বললেন, '🃏শিল্পে স্বাধীনতা…'
আরও পড়ুন: টিকিট কেটেও মেলেনি হৃতিকের ছবি, ভক্তদের অভিযোগ ‘ভিত্তিহীন’ ﷽বলে দাবি আয়োজকদের
স্বস্তিকার এই পোস্টে কমেন্ট করে নেটিজেনরাও শুভেচ্ছা বার্তা জানিয়েছে🅰ন অভিনেত্রীকে। ন🍨তুন বছরে বা যে কোনও বিশেষ দিনে বারবার মনে পড়ে বাবা-মাকে, সে কোথাও জানিয়েছেন অনেকে। সুখ-দুঃখের মেলবন্ধনে আবার নতুন একটা বছর শুরু, নতুন আনন্দ, নতুন আশা, নতুন জীবন।