সাড়ে চার বছরের ইউভানের মিষ্টি একটা ভিডিয়ো শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপ🐭াধ্যায়। কাজের থেকে ছুটি মিললেই, ফাঁকা সময়টা পরবারের সঙ্গে কাটান রাজ আর শুভশ্রী দুজনেই। এবার যে ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী ইউভানের, সেখান🍸ে খুদেকে পাওয় গেল একেবারে যুদ্ধং দেহি মেজাজে।
গদা হাতে লড়াইয়ে ব্যস্ত ইয়ালিনির দাদা। আবার এই লড়াই তার চলছে যদিও পর্দার সঙ্গে। আসলে ইউভান রবিবার সকালে হনুমানজি সেজেছে। আর তাই হয়তো গদা হাতে লড়াই! মাম্মার প্রশ্নে, শুধু হনুমানজি সাজার কথাই জানাল না খুদে, সঙ্গে আবার হন🐈ুমান চল্লিশা বলেও শোনাল সে। আধো উচ্চারণেই পরপর বলে গেল হনুমান🎃 চল্লিশা। ‘মাই বীর’ ক্যপশনে ভিডিয়োটি দিলেন শুভশ্রী। সঙ্গে রেড হার্ট ইমোজি।
আরও পড়ুন: পরিণীতার ‘মল্লার’ রিয়াজের কোলে🔜র 🍨এই মেয়েটিকে চেনেন? ‘ছোট পাপা’র প্রাণ এই খুদে
২০২০ সালের সেপ্টেম্বরে জন্ম ইউভানের। এরপর ২০২৩ সালের নভেম্বর ম♊াসে রাজ-শুভশ্রী দম্পতির কোল আলো করে আসে তাঁদের দ্বিতীয় সনཧ্তান কন্যা ইয়ালিনি। ইউভানের খেলার সঙ্গী। বোনু অন্ত প্রাণ ইউভান।
আরও পড়ুন: আছেন কুমার শানু❀, সারেগামাপা শেষ করেই প্লেব্যাক আরাত্রিকার, কোন সিনেমায় গান গাইলেন বাঁকুড়ার মেয়ে
এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে🍌 শোনা গিয়েছিল, ‘একদিন ইউভান আমাকে এসে বলল, 'তুমি না আমি ওর মাম্মা। আমি ওকে সব করাব। ওর ন্যাপি চেঞ্জ করব, খাওয়াব, ওকে ঘুরতে নিয়ে যাব। ওকে টেক কেয়ার করব। ও তো আমার জান'। ওইটুকু বাচ্চার মুখে এমন কথা শুনে আমি তো পুরো অবাক।’
আরও পড়ুন: নববর্ষে চমꦆক জলসার! হাত মেলাল কথা ও তে𓂃ঁতুলপাতা, আসছেন যশ-নুসরতও! কখন সম্প্রচার
আপাতত হাতে পরপর কাজ শুভশ্রীর। তাঁকে শেষ যে সিনেমাগুলিতে দেখা গিয়েছে তা হল ববলি, সন্তান। 🌃বর্তমানে ডান্স বাংলা ডান্স দিয়ে ব্যস্ত। এই নিয়♔ে দ্বিতীয়বার বসেছেন নাচের এই রিয়েলিটি শো-তে বিচারকের আসনে।
সঙ্গে চলছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘বিনোদিনী’ হয়ে ওঠার প্রস্তুতিও। রাণা সরকার প্রযোজিত লহ ꧋গৌরাঙ্গের নাম রে-তে বিনোদিনী হিসেবে দেখা মিলবে শুভশ্রীর। একইসঙ্গে মুক্তির কথা চলছে তাঁর ও দেবের ছবি ধুমকেতুরও। অর্থাৎ ব্যস্ততা তুঙ্গে। তবে যতই কাজ থাক না কেন, সন্তানরা তাঁর কাছে সবার আগে। তাই তো ইনস্ট🧸াগ্রাম বায়োতে জ্বলজ্বল করে ‘প্রাউড মাম্মা’।