পুনের ‘বম্বে ইঞ্জিনিয়ারিং গ্রুপ অ্যান্ড সেন্টারে’ ৭৭ তম 'আর্মি ডে প্যারেড' এ সদ্য যোগ দিয়েছিলেন ভারতের সেনা প্রধান উপেন্দ্༒র দ্বিবেꦬদী। দেশের নিরাপত্তা নিয়ে নানান প্রশ্নের জবাব দিতে গিয়ে সেখানে তিনি জানান, ভারতের উত্তর সীমান্ত স্থিতিশীল, তবে সংবেদনশীলও। ভারতীয় সেনা যথেষ্ট সচেতন রয়েছে , যাতে গালওয়ানের মতো ঘটনা আর না ঘটে।
‘আর্মি ডে প্যারেড’র মাঝে সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন,' উত্তর সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল। তবে এটি সংবেদনশীলও। আমাদের সেনা সম্পূর্ণ রূপে তৈরি ও প্রস্তুত রয়েছে যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে। বিশেষ নজর দেওয়া হচ্ছে অত্যাধুনিক সামগ্রীর উন্নয়নে। এছাড়াও উত্তর সীমান্ত জুড়ে ক্রিটিক্যাল ইনফাস্ট্রাকচারেও নজর দেওয়া হচ্ছে। তবে আমরা সতর্ক, কারণ আমাদের নিশ্চিত করতে হবে যে গালওয়ানে যা হয়েছে, তা যেন আর না ঘটে।' তিনি বলেন,'এর মানে আমাদের চোখ-কান, গোটা জাতির দৃষ্টিভঙ্গি সেদিকে ফোকাস করতে হবে।' তিনি বলেন, সমস্ত দিক দিয়ে সজাগ থাকলে ভবিষ্যতে অতর্কিত ঘটনার মুখে পড়তে হবে না। দেশের পশ্চিমপ্রান্তের সীমান্ত নিয়ে তিনি বলেন,' পশ্চিম সীমান্তে, নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে অনুপ্রবেশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরীণ এলাকায়, নিরাপত্তা বাহিনীর নিরন্তর এবং কঠোর প্রচেষ্টার কারণে, হিংসা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত বছর সংসদ ও বিধানস𝓀ভা নির্বাচনের শাไন্তিপূর্ণ আচরণের সাক্ষী ছিল, সেইসাথে অমরনাথ যাত্রার সমাপ্তি, যা নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দেয়।'
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী বলেন,' প্রচেষ্টার ম🔴াধ্যমে, ভারত বিভিন্ন অঞ্চলের সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ অর্জনে সফল হয়েছে। আমাদের সে🐻না, তাদের শৃঙ্খলা এবং পরিপক্কতার সাথে, কঠিন পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করেছে, এবং সেদিকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।'
গালওয়ান সংঘাত:-
ঘটনা ২০২০ সালের। সেই বছর করোনা ঘিরে গোটা বিশ্ব বিধ্বস্ত। সেই বছরেরই মে মাসের শেষের দিনে চিনা আগ্রাসন লাদাখে দেখা যেতে শুরু করে। এরপর ২০২০ সালের ১৫ থেকে ১৬ জুন নাগাদ, গালওয়ান নদী উপত্যকায় ভারতের একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বဣাধা দিতে আসে চিন। পাল্টা মোক্ষম জবাব দেন ভারতের সেনার জওয়ানরা। দুই পক্ষের সংঘাতে ভারতের অন্তত ৪০ জন সেনা জওয়ান শহিদ হন। ঘটনা ঘিরে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক তলানিতে ঠেকেছিল।