গত বছরের ৫ অগস্ট আন্দোলনের মুখে বোন তাঁকে এবং তাঁর বোন শেখ রেহানাকে হত্যার ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামি লিগের পক্ষ থেকে ফেসবুক পেজে পোস্ট করা এক অডিয়োতে শেখ হাসিনা এসব অভিযোগ করেন। শেখ হাসিনা বলেন, 'আমি আর রেহানা বেঁচে গিয়েছি। মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে যাই।' বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁকে হত্যার জন্য তাঁর জীবনের বিভিন্ন পর্যায়ে 'ষড়যন্ত্র' হয়। তিনি বলেন, '২১ অগস্টের হত্যার চেষ্টা থেকে বেঁচে যওয়া, কিংবা কোটালীপাড়ার বোমা বিস্ফোরণ থেকে বেঁচে যাওয় বা ৫ অগস্টের সময় বেঁচে যাওয়ার নেপথ্যে নিশ্চয় আল্লাহর হাত আছে। তা না হলে আমা বাঁচতাম না। তবে এটা আল্লাহর রহমত যে, আমি এখনও বেঁচে আছি, কারণ আল্লাহ চান আমি আরও কিছু করি।' (আরও পড়ুন: ܫ'সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছাতেই হিন্দুস্তান চলবে' বলে ভুল করিনি, দাবি HC বিচারপতির)
আরও পড়ুন: ꧟'রামকৃষ্ণ মিশনেও জঙ্গি থাকতে পারে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক
আরও পড়ুন: ౠচিনা JF-17 পেতে পাকিস্তানের কাছে হাত পাতল বাংলাদেশ, তুলনায় কতটা এগিয়ে রাফাল?
এদিকে সম্প্রতি বাংলাদেশ সকারের তরফ থেকে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়। আর এরই মাঝে রিপোর্টে দাবি করা হয়, সম্প্রতি নাকি ভারতে থাকার জন্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে ভারত সরকার। আবার আনন্দবাজার পত্রিকা দাবি করেছে, শেখ হাসিনার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়ান হয়েছে। এদিকে এরই মাঝে হাসিনাকে সরকারি ভাবে ভারতে 'রাজনৈতিক আশ্রয়' দেওয়া হবে না বলে জানা গিয়েছে। কারণ এই সংক্রান্ত কোনও নির্দিষ্ট আইন নেই ভারতে। তবে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধ ভাবে তাঁকে ভারতে থাকতে দিতে সম্মত মোদী সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি ভিসার মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয়। এরপরই স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। (আরও পড়ুন: ﷺসাগরে ভাসছে দেহ! সব সম্পত্তি বিক্রি করে সন্তানদের মরণ যাত্রায় পাঠায় পাক পরিবার)
আরও পড়ুন: 🔯প্রথম পে কমিশনের ন্যূনতম বেতন ছিল ৫৫ টাকা! নয়া পে কমিশনে কত বাড়তে পারে DA-বেতন?
আরও পড়ুন: 🃏বাংলাদেশের ভোট নিয়ে জল্পনা তুঙ্গে, পড়শিদের নিয়ে প্রশ্নের মুখে কী বলল ভারত?
ꦿ অপরদিকে সম্প্রতি গুম-খুনের মামলায় মুজিবকন্যার বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। রিপোর্ট অনুযায়ী, প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে আবার জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছিলেন, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায়, তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাঁকে জেরা করতেও রাজি কমিশন। উল্লেখ্য, শুধুমাত্র এক 'নোট ভার্বাল' দিয়ে দিল্লি কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে সব আনুষ্ঠানিকতা নাকি সম্পন্ন করেনি বাংলাদেশ সরকার।