Los Angeles Wildfire Death Toll Update: লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, বিভীষিকায় ভারাক্রান্ত বাতাস
Updated: 13 Jan 2025, 07:59 AM ISTক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। এখনও পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের পশ্চিম দিকের দাবানলের আগুন ২৩ হাজার ৭১৩ একর জমি গ্রাস করেছে। এদিকে ইটন ফায়ার জোনের বলে পুড়ে ছাই হয়েছে ১৪ হাজার ১১৭ একর জমি।
পরবর্তী ফটো গ্যালারি