Virat Kohli- BCCIর চাপে সুর নরম কোহলির! ১২ বছর পর রঞ্জিতে নামছেন, খেলবেন রেলওয়েজের বিরুদ্ধে
Updated: 20 Jan 2025, 11:06 PM ISTসব জল্পনার অবসান অবশেষে রঞ্জি ট্রফিতে খেলতে চলেছেন বিরাট কোহলি। ভারতীয় দলের সুপারস্টার প্রায় এক দশক পর ফের নামতে চলেছেন নিজের রাজ্য সংস্থার দল দিল্লির হয়ে। রঞ্জি ট্রফিরের পরের ম্যাচে না খেললেও ৩০ জানুয়ারি শুরু হতে চলা দিল্লির গ্রুপ স্টেজের শেষ ম্যাচে তিনি খেলতে চলেছেন, বলে জানা যাচ্ছে।
পরবর্তী ফটো গ্যালারি