শনিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪। অন্যদিকে লিগ টেবিলে পয়লা নম্বরে রয়েছে মোহনবাগান। ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩২। এরকম পরিস্থিতিতে লড়াইটা যে বেশ কঠিন হবে তা ভালোই জানেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজো। তবে নিজের টিমকে পিছিয়ে রাখতে নারাজ তিনি। ডার্বি▨র আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোচ অস্কার ব্রুজো এবং ফুটবলার&nb💎sp;লালচুংনুঙ্গা। এদিন ব্রুজো জানান, দল পুরো ৩ পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই ঝাঁপাবে ডার্বিতে।
অনিশ্চিত আনোয়ার আলি, পাওয়া যাবে না সাউল ক্রেসপোকে:
ডার্বিতে ইস্টবেঙ্গলের বড় ভরসা আনোয়ার আলি। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। হুইল চেয়ারে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। যদিও বুধবার অনুশীলনে এসেছিলেন তিনি। পায়ে ক্রেপ ব্যান্ডেজ জড়ানো ছিল তাঁর। এরকম পরিস্থিতিতে তাঁকে নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল লাল হলুদ সমর্থকদের মধ্যে। এদিন সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে ব্রুজোকে প্রশ্ন করা হলে༒ তিনি বলেন, ‘আনোয়ারের সুযোগ রয়েছে ডার্বি খেলার। তবে আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। যদি সব ঠিক থাকে তবেই ওকে খেলানো হবে, যদি না থাকে তবে আমাদের অন্য পরিকল্পনা ধরে এগিয়ে যেতে হবে ।’ তবে ক্রেসপোর ডার্বি খেলার কোনও স্বভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, ‘ক্রেসপোর খেলা খুবই কঠিন। ও এখনও সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেনি।’
কোনও অজুহাত নয়, শুধুই লড়াই:
ISL-এর রেফারিং নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে ইস্টবেঙ্গলের তরফে। ওড়িশার বিরুদ্ধে ম্যাচ হারের পর রেফারি তাদের ছোট দল হিসেবে দেখছে বলে অভিযোগ করেছিলেন ব্রুজো। তবে ডার্বিতে সেই সব কোনও অজুহাত দিতে নারাজ তিনি। লড়াই করে ৩ পয়েন্ট হাসিল করাই টার্গেট ব্রুজোর। তিনি বলেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। পরের ম্যাচের জন্য এসব অজুহা💖ত দেব না। যেগুলি আমাদের হাতে নেই তা নিয়ে ভেবে লাভ নেই। আমাদ🐻ের ফোকাস শুধুমাত্র ম্যাচের দিকে। ডার্বি জেতাই প্রধান লক্ষ্য।’
এছাড়াও নিজেদের আন্ডারডগ মানতেও নারাজ তিনি। ব্রুজো বলেন, ‘এই ধরণের ম্যাচে কী কেউ আন্ডারডগ থাকে? আমরা একেবারেই আন্ডারডগ নয়। এই ধরণের খেলায় দু’দলের কাছেই ফিফটি-ফিফটি সুযোগ থাকে। আমরা শেষ কয়েকটি ম্যাচে উন্নতি করেছি। মোহনবাগান শক্তিশালী দল, তবে ওদের উইংয়ে কিছু সমস্যা রয়েছে। ব𒀰েশ কিছু ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছ🌜ে ওরা। তাই আমি নিজেদের আন্ডারডগ মনে করি না।
প্রতিপক্ষকে সমীহ লাল হলুদ কোচের:
মোহনবাগান যে বর্তমানে স𓆉েরা ছন্দে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই জন্য প্রতিপক্ষকে নিয়ে সমীহের সুর ধরা পড়ল ইস্টবেঙ্গল কোচের গলায়। তিনি বলেন, ‘আ꧙মি আমার কোচিং ক্যারিয়ারে অনেক কঠিন ম্যাচের সম্মুখীন হয়েছি। এটা তার মধ্যে একটা হতে যাচ্ছে। আমি মনে করি মোহনবাগান এই মুহূর্তে সবচেয়ে সেরা ছন্দে থাকা দল। আমাদের সব রকম ভাবে চেষ্টা করতে হবে এবং তাদের পরাস্ত করতে হবে। আমাদের পরিকল্পনা তৈরি রয়েছে। ডার্বির গুরুত্ব আমরা জানি। আমাদের মাঠে নিজেদের সেরাটা দিতে হবে।’
ডিফেন্সে বিশেষ নজর ইস্টবেঙ্গলের:
আগের ম্যাচে মুম্বই সিটির বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে গিয়েও সমতা ফিরিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্সে🧜র ভুলে গোল হজম করে ম্যাচ হারতে হয়েছিল তাদের। তা থেকে শিক্ষা নিয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে রক্ষণভাগে বলে জানিয়েছেন ফুটবলার লালচুংনুঙ্গা। তিনি বলেন, ‘গত ম্যাচে কিছু ভুল হয়েছিল। আমরা সেই ভুল যাতে না হয় সে🅠টা নিশ্চিত করতে বিশেষ অনুশীলন করছি। ভুলগুলি শুধরানোর চেষ্টা করছি এবং ক্লিন শিট কিভাবে রাখা যায় তার উপর জোর দিচ্ছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।