ꦏ কাউকে ঘুণাক্ষরেও কিছু টের পেতে দেননি। একেবারে চুপিচুপি বিয়ে সারলেন নীরজ চোপড়া। বিয়ের পরে রবিবার রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ লেখেন, ‘নিজের পরিবারের সঙ্গে জীবনের নয়া অধ্যায় শুরু করলাম। আমাদের একসূত্রে গেঁথে দেওয়ার জন্য প্রত্যেকটা আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ। ভালোবাসায় আবদ্ধ। চিরকালের সঙ্গে বন্ধনে যুক্ত হলাম। নীরজ লাভ হিমানি (মোর)।’ ‘লাভ’-টা ইমোজি হিসেবে দেন নীরজ। যিনি প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছেন। টোকিয়োয় সোনার পরে ইতিহাস গড়ে প্যারিসে রুপোও জেতেন। তার কয়েক মাস পরেই সাতপাকে বাঁধা পড়লেন নীরজ।
বরবেশে নীরজের ছবিতে মুগ্ধ নেটপাড়া
♈আর তাঁর বিয়ের ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে। সেইসঙ্গে যেভাবে চুপিচুপি বিয়ে সেরেছেন, সেজন্যও অনেকে মুগ্ধ হয়েছেন। তেমনই এক নেটিজেন বলেন, 'যতক্ষণ না চিরকালের বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণ সম্পর্কের কথা ব্যক্তিগত রাখার উপযুক্ত উদাহরণ। নীরজ এবং হিমানিকে শুভেচ্ছা।'
꧙অপর এক নেটিজেন বলেন. 'বরবেশে দুর্দান্ত লাগছে নীরজ চোপড়াকে। জীবনের এই নয়া অধ্যায় যাতে ভালোবাসা, আনন্দে ভরে যায়, সেই কামনা করছি। অভিনন্দন চ্যাম্পিয়ন।' এক মহিলা নীরজ-ভক্ত আবার বলেন, ‘হিমানি কী লাকি (ভাগ্যবান)! ঈশ্বর যেন আপনাদের মঙ্গল করেন। অভিনন্দন নীরজ চোপড়া।’ অপর একজন বলেন, ‘নিজের জীবনেও চ্যাম্পিয়ন নীরজ।’
২ দিন আগেই বিয়ে হয়েছে নীরজের!
💞তবে রবিবার বিয়ে হয়নি নীরজের। ভারতের তারকা অ্যাথলিটের কাকা ভীমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে যে দু'দিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন নীরজ এবং হিমানি। তাঁরা ইতিমধ্যে মধুচন্দ্রিমায় চলে গিয়েছেন। ভারতে বিয়ে করলেও হানিমুনের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন তারকা দম্পতি।
আরও পড়ুন: 💫ফেডেরারের পছন্দের খাবারের তালিকায় রয়েছে ভারতীয় ফুড- রজারের অজানা কাহিনি বললেন নীরজ চোপড়া
﷽তারইমধ্যে নীরজের কাকা জানিয়েছেন যে বড় করে রিসেপশন হবে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বড় করে বউভাতের অনুষ্ঠানের পরিকল্পনা আছে। তবে কবে সেই অনুষ্ঠান হবে, সে বিষয়ে কিছু নির্দিষ্টভাবে জানাননি তিনি। সেইসঙ্গে নবদম্পতি কোথায় গিয়েছেন, তা নিয়েও নীরজের কাকা কিছু জানাননি বলে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
নীরজের স্ত্রী হিমানি মোর
🥂১) টেনিস খেলোয়াড় তিনি। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) ওয়েবসাইট অনুযায়ী, হিমানির কেরিয়ারের সেরা জাতীয় র্যাঙ্কিং ছিল ৪২। আর কেরিয়ারের সেরা ডাবলস র্যাঙ্কিং ছিল ২৭।
আরও পড়ুন: 𒆙ভিডিয়ো: তোমার ফোন নম্বরটা কি পাওয়া যাবে- মহিলা ভক্তের আবদার শুনে কী করলেন নীরজ চোপড়া?
🧸২) আপাতত আমেরিকায় ম্যাককরম্যাক আইসেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে 'সায়েন্স ইন স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন' নিয়ে পড়াশোনা করছেন হিমানি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।