শুরুটা সারা জাগিয়ে করলেও আরও একবার ব্যর্থতার সম্মুখীন পিভি সিন্ধুর। ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সিন্ধু। প্যারিস অলিম্পিক্সের পর আবারও হতাশ হতে হল এই ব্যাডমিন্টন তারকাকে। বিগত কয়েক বছরে চোট আঘাতের জেরে বারবার একাধিক টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাঁকে। প্রাপ্তি বলতে শুধু গত বছরের শেষে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল🔥 চ্যাম্পিয়ন হওয়া। কোচ বদলের পর আশা করা হয়েছিল যে সিন্ধু এবার সাফল্য পাবেন। প্রত্যাশা নিয়ে নতুন বছরটা শুরু করলেও প্রতিযোগিতায় কিছুদূর যেতেই ব্যর্থতা হাত লাগল তাঁর। ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হন প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী মারিসকা টুংজুংয়ের। ম্যাচটি ৯-২১, ২১-১৯, ১৭-২১ ফলে জিতে নেন মারিসকা।
ম্যাচ হেরে বেশ হতাশ পিভি সিন্ধু❀। তিনি জানিয়েছেন, কেউ এগিয়ে ছিলেন না বা পিছিয়ে ছিলেন না। যে কেউ জিততে পারতেন। লড়াই দেওয়ার পর তৃতীয় গেমে হারতে হয় সিন্ধুকে, যেটা তাঁকে আরও বেশি দুঃখ দিয়েছে। গেম শেষে ANI-কে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, তৃতীয় গেমে ফলাফল ১৭ অল ছিল, আমার মনে হয় আমার তরফে কিছু ভুল স্ট্রোক খেলা হয়েছে। আমি যদি একটু পিছন থেকে খেলতাম তাহলে ভালো হতো। তবে আজকের লড়াইটা যে কেউ জিততে পারত। আপনি জানেন এখানে সহজে পয়েন্ট আসবে না। আপনাকে প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করতে হবে। তৃতীয় গেমে লড়াই দেওয়ার পরে হেরে যাওয়ায় দুঃখ হচ্ছে। তবে এটা খেলার অংশ। আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। এটা খুবই হতাশাজনক ছিল।’
উল্লেখ্য, গত ম্যাচে দুরন্ত লড়াই করেছিলেন পিভি সিন্ধু। পরাজিত করেছিলেন বিশ্বের ৪৬ নম্বর শাটলার๊ জাপানের মানামি সুইজুকে। স্ট্রেট গেমে তিনি জেতেন ২১-১৫, ২১-১৩ ফলে। ম্যাচ জিতে সিন্ধু বলেছিলেন, ‘ব্রেকের পর আমি দেখলাম, আমার খেলা ভালোই হচ্ছে, ভালো মুভমেন্ট করতে পারছিলাম। আমার অ্যাটাকও আজ ভালো হচ্ছিল। সামনের দিকে তাকাচ্ছি, আর তৈরি হচ্ছি। কারণ এরপর আরও কঠিন ম্যাচ আসছে।’ টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও এখান অনেকে ইতিবাচক প্রাপ্তি রয়েছে তাঁর। চোট আঘাত কাটিয়ে ওঠার পর প্যারিস অলিম্পিক্সে তাঁর মুভমেন্টে সমস্যা ছিল কিন্তু এই প্রতিযোগিতায় তা কাটিয়ে উঠতে দেখা যায় সিন্ধুকে। তবে বছরের শুরুতে এরকম ফলাফলে হতাশ তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।