🔴 ডেনমার্কের মিয়া ব্লিচফিল্ট এবার বড় অভিযোগ করলেন ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামের পরিকাঠামোর মান নিয়ে। সেখানে ইন্ডিয়া ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন প্রতিযোগিতা হচ্ছে। এছাড়াও দিল্লিতে দূষণ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন এমন পরিবেশে খেলা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং মেনে নেওয়া যায়নি।
ꦿএদিকে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে চ্যাম্পিয়ন হলেন ভিক্টর অ্যাক্সেলসেন। তিনি হারালনে হং কংয়ের লি চিক ইউকে। খেলার ফল ২১-১৬, ২১-৮। অর্থাৎ তাঁকে কার্যক উড়িয়ে দিয়েছেন ভিক্টর। এদিকে মহিলাদের সিঙ্গলসে চোচিওংকে হারালেন দঃ কোরিয়ার আন সে ইয়ং। খেলার ফল ২১-১২, ২১-৯।
൲পুরুষদের ডাবলসে কোরিয়ান জুটিকে হারাল মার্কিন যুক্তরাষ্ট্রের গোহ জে ফেই-ইজউদ্দিন জুটি। তাঁরা শিরোপা জিতলেন ২১-১৫, ১৩-২১, ২১-১৬ ফলে। মহিলাদের ডাবলসে দঃ কোরিয়ার জুটিকে ২১-১৫, ২১-১৩ ফলে হারিয়ে দিলেন জাপালেন সাকুরামটো-হিগাশিনো জুটি। মিক্সড ডাবলসে চিনের জিয়াং -ওয়েই জুটির কাছে হারল ফ্রান্সের জিকুয়েল-ডেলরেক জুটি। খেলার ফল ২১-১৮, ২১-১৭।
🦹আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
ইন্ডিয়ান ওপেনের আয়োজকদের ওপর বিরক্ত ব্লিচফিল্ড-
🍌এদিকে বিশ্বের ২৩ নম্বর বাছাই ড্যানিশ তারকা ব্লিচফিল্ডের পেটে ইনফেকশন হয়ে গেছিল। ফলে ভারতের দূষণ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এই অবস্থাতেই তিনি চিনের ওয়াং ঝি ইর বিরুদ্ধে দ্বিতী রাউন্ড পর্যন্ত লড়াই দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি হেরে যান, খেলার ফল দাঁড়ায় ২১-১৩, ১৬-২১, ৮-২১। এরপর দেশে ফিরে তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘শেষ পর্যন্ত ঘরে ফিরলাম একটা অত্যন্ত দীর্ঘ এবং পরিশ্রমের সপ্তাহ ভারতে কাটিয়ে। এই নিয়ে টানা দুবছর আমি ইন্ডিয় ওপেন খেলে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম ’।
ꦑব্লিচফিল্ড বললেন, ‘এটা মেনে নেওয়া খুবই কঠিন, এতদিনের এত পরিশ্রম প্রস্তুতি সবই নষ্ট হয়ে যায় খারাপ পরিবেশের জন্য। এটা একদমই কাঙ্খিত নয় যে একজনকে ধোঁয়াশার মধ্যেই খেলতে বাধ্য করা হবে, এদিকে ওদিকে পাখির বিষ্ঠা পড়ে থাকবে, আর সারা জায়গাটা পুরো নোংরা হয়েছিল। এরকমই পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর খেলার জন্য’।
দ্বিতীয় রাউন্ডে ওঠাতেই খুশি-
⛦তিনি আরও বলেন, ‘আমি দ্বিতীয় রাউন্ড অবদি যাওয়ায় খুশি, কিন্তু আমার আরো দূর যাওয়ার কথা ছিল। ’। তাঁর এই পোস্টের পরই ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা দাবি করে তাঁরা প্রতিযোগিতা শুরু মাত্র চারদিন আগে হাতে স্টেডিয়াম পেয়েছেন, ফলে তাঁদের লজিস্টিক্যাল সমস্যা হয়েছে। পরবর্তী সময় এই প্রতিযোগিতা আরও ভালো কোথাও আয়োজন করতে চায় আয়োজকরা, এই নিয়ে বিডাব্লুএফের সঙ্গেও তাঁরা কথা বলেছে।
ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন মিয়া-
ꦏবিডাব্লুএফের মিডিয়া টিমকে ব্লিচফিল্ড বলেছিলেন, ‘মঙ্গলবারের রাতটা আমার জন্য ভয়ঙ্কর ছিল, সারারাত ঘুমাইনি বলে সকালে একটু ঘুম এসেছিল। আমি খুবই ক্লান্ত, শরীর আর দিচ্ছে না। আমি আমার পারফরমেন্সে খুশি যে ওই অবস্থাতেও লড়াইটুকু দিয়েছি, তবে ১০০ শতাংশ দিতে পারলে ভালো হত। কোর্টে নামতে গেলে অনেক মানসিক শক্তিও লাগে ’।
🌸ফরাসি মিক্সড ডাবলস জুটি থম জিকুয়েল এবং ডেলফিন ডেলরুকেও বলতে শোনা যায়, ‘খেলার হলটা খুবই ভালো, কিন্তু এখানকার আবহাওয়া খুব ঠান্ডা। আর প্রচুর দূষণের কারণে এখানে খেলা কঠিন। খেলার জন্য এটা সঠিক পরিবেশ নয় ’। এর আগে ২০২৩ সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল সুপার ৩০০ প্রতিযোগিতার সময়ও বিদেশি খেলোয়াড়রা নিন্দা করেছিলেন বাবু বেণারসী দাস ইন্ডোর স্টেডিয়ামের। তাঁদের অভিযোগ ছিল নোংড়া কোর্টের।
🃏এরপর গুয়াহাটি মাস্টার্স সুপার ১০০ খেলতে গিয়ে মালেশিয়ার সুং জো ভেন দাবি করেছিলেন তাঁর হোটেলের বেসিন থেকে নোংরা জল পড়েছে। এছাড়াও প্রাক্তন বিশ্বের ১ নম্বর ব্যাডমিন্টন তারকা নোজোমি ওকুহারাও দাবি করেছিলেন, তিনি ওড়িশা ওপেন খেলতে এসে অত্যন্ত সমস্যায় পড়েছিলেন। প্রথমক প্রাইভেট কেবিন নিতে গিয়ে তাঁকে অতিরিক্ত দাম দিতে হয়েছিল, এছাড়াও কটকের হোটেলে ঢোকার জন্য দীর্ঘ চার ঘন্টা তাঁকে অপেক্ষা করতে হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।