ডিজিটাল পেমেন্টের জগতে একটি বড় পরিবর্তন। ব্যবহারকারীদের জন্য একটি আশ্চর্যজনক ফিচার আনতে চলেছে গুগল 𒅌পে। শীঘ্রই, গুগল পে-তে ভয়েস ফিচার যুক্ত করা হবে। তারপর থেকে কথা বলে পেমেন্ট করতে পারবেন ব্যবহারকারীরা। প্রযুক্তির সঙ্গে যাঁরা চলতে চান, অথবা যাঁদের জন্য টাইপ করা ততটাও༒ সহজ ব্যাপার নয়, তাঁদের জন্য এই ফিচার হবে দুর্দান্ত। কোম্পানির দাবি, এই ফিচারের মাধ্যমে অনলাইন লেনদেন আগের চেয়ে সহজ হয়ে যাবে।
আরও পড়ুন: (Isaacꦉ Newton: এগিয়ে আসছে দিন, পৃথিবী ধ্ব🌺ংস হবে কবে? কী বলে গিয়েছিলেন নিউটন)
এই নতুন ভয়েজ ফিচার কীভাবে সুবিধাজনক
উল্লেখ্য, গুগল পে কেবল তার নতুন ফিচারই আনছে না, ভারত সরকারের সঙ্গে সহযোগিতায়ও কাজ করছে। রিপোর্ট অনুসারে, গুগল পে সরকারের সঙ্গে হাত মিলিয়ে স্থানীয় ভাষায় পেমেন্ট পরিষেবা উন্নত করার কাজে নেমেছে। কোম্পানিটি জানিয়েছে যে তারা মেশিন লার্নিং এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে ডি🌜জিটাল পেমেন্টকে আরও নিরাপদ 🥃করছে। অনলাইন জালিয়াতি রোধ করা এবং ব্যবহারকারীদের সহজ এবং দ্রুত পেমেন্টের সুবিধা দিতে এই উদ্যোগ।
- যাঁদের পড়তে এবং লিখতে সমস্যা হয় অথবা যাঁদের মাতৃভাষা হিন্দি, তামিল, বাংলার মতো আঞ্চলিক ভাষায় যাঁরা কথা বলেন, তাঁদের জন্য এই ফিচার খুবই উপকারি হবে।
- এআই এবং মেশিন লার্নিংয়ের সাহায্যে, এই ফিচার কেবল অনলাইন পেমেন্টই উন্নত করবে না, নিরাপত্তাও উন্নত করবে।
তবে, এই ফিচার কীভাবে কাজ করবে তা এখনও স্পষ্ট নয়, তবে বিশꦺ্বাস করা হচ্ছে যে ব্যবহারকারীরা কেবল ভয়েস কমান্ড দিয়ে অনলাইন পেমেন্টের বিকল্প পাবেন। বলা বাহুল্য, ভারতে ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। আর গুগল🐠 পে-এর এই নতুন উদ্যোগ এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখতে পারে। এবার কোম্পানি কবে এই ফিচারটি চালু করে, সেটাই দেখার।