বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: পূর্ণকর্মবিরতির ডাক দিয়েও পিছিয়ে এলেন মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা
Updated: 17 Jan 2025, 09:33 PM IST
Laxmishree Banerjee
আন্দোলনমুখী মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর, মেদিনীপুর মেডিকেল কলেজে ১২ জনকে সাসপেনশন অর্ডারের পাশাপাশি এফআইআর করার নির্দেশের জেরেই জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদ। শুক্রবার থেকে কর্ম বিরতি থাকবে বলে জানিয়েছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের ডাক্তাররা। যদিও শুক্রবার সকালে সেই ঘোষণা প্রত্যাহার করা হয়, রোগীর স্বার্থেই। বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান, সম্পূর্ণ কর্মবিরতি হচ্ছে না, জরুরি পরিষেবা সহ ওপিডি চালু থাকছে।