By Priyanka Mukherjee
Published 6 Nov, 2024
Hindustan Times
Bangla
২ বছরেই ২৫০ কোটির মালকিন! বলিউডের সবচেয়ে ধনী স্টারকিড রাহা
বুধবার ২ বছর পূর্ণ করল রাহা কাপুর। জানেন কি বলিউডের সবচেয়ে ধনী বাচ্চা এই খুদে?
বান্দ্রার মতো অভিজাত জায়গায় একটি আলিশান বাংলো বানিয়েছেন রণবীর-আলিয়া, যার মূল্য ২৫০কোটি
আলিয়া-রণবীর সেই বাংলোটি মেয়ের নামেই কিনেছেন বলে জানা যায়।সেই সূত্রেই ২ বছরেই রাহার স্থাবর সম্পত্তির পরিমাণ ২৫০ কোটি
২০২২ সালের এপ্রিল মাসে রণবীরের সঙ্গে চার পাক ঘোরেন আলিয়া, কারণ সেই সময়ই অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী
বিয়ের ৭ মাসের মধ্যেই মেয়ের মা হন আলিয়া। নাতনির নাম রাহা রাখেন ঠাকুমা নীতু কাপুর
জন্মদিনে শুভেচ্ছায় ভাসছে খুদে। সোশ্যাল মিডিয়ায় ঠাকুমা, দিদিমা থেকে পিসি থেকে মাসি- সকলেই শুভেচ্ছা জানিয়েছে রাহাকে।
রাহার জন্মদিনে ঝমকালো পার্টিরও আয়োজন করেছেন রণবীর-আলিয়া। সেখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন বলিউডের স্টার কিডরা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88