By Moinak Mitra
Published 4 Apr, 2025
Hindustan Times
Bangla
বৃহস্পতিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারায় কলকাতা নাইট রাইডার্স, এই ম্যাচে দু-হাতেই বোলিং করে নজর কেড়েছেন সানরাইজার্সের কামিন্দু মেন্দিস
একঝলকে দেখে নেওয়া যাক, এমন কীর্ত কোন কোন ক্রিকেটারের রয়েছে?
গতকাল IPLর ম্যাচে বেঙ্কটেশ আইয়ারের বিরুদ্ধে ডান হাতে অফ স্পিন করার পর অংকৃষকে বাঁহাতে বোলিং করেন কামিন্দু মেন্দিস
প্রাক্তন পাক ব্যাটার হানিফ মহম্মদ পার্ট টাইম বোলারের কাজ করতেন, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে বাঁ হাত এবং ডান হাতে বোলিং করেছিলেন
১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার হাসান তিলকরত্নে বাঁহাতে বোলিং করে সবাইকে চমকে দেন, এমনিতে তিনি ডান হাতি অফ স্পিন বোলিং করতেন
বিদর্ভের স্পিনার অক্ষয় কার্নেওয়ারও দুই হাতে বোলিং করে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছিলেন ২০১৬ সালে
১১৮ টেস্টে ২৩ উইকেট নেওয়া ইংল্যান্ডের গ্রাহাম গুচ এমনিতে ডানহাতি পেস বোলিং করলেও, কখনও কখনও তিনি বাঁহাতি পেস বোলিংও করতেন
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88