By Sanjib Halder
Published 10 Jan, 2025
Hindustan Times
Bangla
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে প্রত্যাবর্তন করতে পারেন মহম্মদ শামি।
শামি বলেন, ‘নিজের কর্মের প্রতি সৎ থাকতে চেয়েছি। চেষ্টা করেছি, উত্থান-পতন যেমন চলে চলুক।’
ভারতীয় পেসার আরও বলেন, ‘আমার দিক থেকে যেন চেষ্টার কোনও খামতি না থাকে।’
শামি আরও বলেন, ‘নিজের কর্মের প্রতি সৎ থাকতে চেয়েছি। চেষ্টার কোনও খামতি রাখতে চাইনি।’
দল থেকে বাদ যাওয়া নিয়ে শামি বলেন, ‘কিছুই উপভোগ করতে পারিনি, জীবনটা খুব কঠিন হয়ে উঠেছিল।’
কীভাবে সুস্থ হয়ে উঠলেন শামি, ‘রিহ্যাব করতে করতে শুধু ভারতের জার্সিটা দেখতাম।’
এরপরে তিনি বলেন, ‘নিজেকে চাঙ্গা করতে আর কিছুর দরকার পড়ত না।’
ভারতীয় দলে ফেরা নিয়ে শামি বলেন, ‘ভারতীয় দলের হয়ে খেলব এই আশা, স্বপ্ন নিয়েই খেলছি।
মহম্মদ শামি আরও বলেন, ‘মাঠে ফিরতে পারি, তার জন্য আমি কঠিন লড়াই করছি।’
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88