By Priyanka Bose
Published 9 Nov, 2023
Hindustan Times
Bangla
উত্তরপ্রদেশে বিরাট বাড়ি, একাধিক গাড়ি! মহম্মদ শামির জীবনযাপনের ঝলক চমকে দেবে
ভারতীয় ক্রিকেট দলের অত্যন্ত নির্ভরযোগ্য পেসার মহম্মদ শামি। তাঁর পেস বোলিংয়ের জগত জোড়া খ্যাতি। তাঁর ধারালো বোলিং ও সুইংয়ে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা৷
ক্রিকেট জীবনের পাশাপাশি হাসিন জাহানের সঙ্গে তাঁর বিতর্কিত দাম্পত্য জীবন নিয়েও প্রচুর চর্চা চলে।
টিম ইন্ডিয়ার এই ফাস্টবোলার ভালো ফর্মে রয়েছেন। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি।
বিলাসবহুল জীবনযাত্রার জন্য বেশ পরিচিত শামি। তারকা ক্রিকেটারের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বোঝা যায়।
উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম আমরোহারে ১৯৯০ সালের ৩ সেপ্টেম্বর জন্ম মহম্মদ শামির
আমরোহাতেই একটি বিলাসবহুল বাড়ি এবং খামারবাড়ি রয়েছে মহম্মদ শামির। প্রায় ১৫০ বিঘা এলাকা জুড়ে বিস্তৃত।
গাড়ির খুব শখ রয়েছে শামির। টয়োটা ফরচুনার, BMW 5 সিরিজ এবং একটি অডি রয়েছে তাঁর।
একাধিক দামি বাইকও রয়েছে শামির গ্যারেজে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88