ত্বকের জন্য কমলালেবুর খোসা বেশ উপকারী, কারণ এতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল নানা উপাদান রয়েছে।
অনেকেই বিশ্বাস করেন যে, কমলালেবুর খোসা মাখলে উজ্জ্বলতা আসে ত্বকে। আদৌ কি তাই?
অনেক বিশেষজ্ঞেরই দাবি, কমলালেবুর খোসা ত্বককে উজ্জ্বল করে, দাগছোপ কমায় এবং ব্রণ প্রতিরোধে সাহায্য করে।
গোটা কমলার খোসা ১ কাপ জলে সিদ্ধ করে নিয়ে, সেই জল মুখ ধোওয়ার কাজে ব্যবহার করতে পারেন।
ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে কমলালেবুর খোসা। কমলালেবুর খোসার মধ্যে যে ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, তা ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।
কমলালেবুর খোসা ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
কমলালেবুর খোসার পাউডার করে সংরক্ষণ করতে পারেন। এরপর মধু বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে মাখতে পারেন মুখে।
কমলার খোসা, হলুদ ও মধু এক সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগালে ত্বকের ট্যান দূর হয়।