By Abhisake Koley
Published 13 Nov, 2024
Hindustan Times
Bangla
Highest ICC Test Rating: টেস্ট রেটিংয়ে 'সর্বকালের সেরা' বুমরাহ, ভাঙলেন অশ্বিনের রেকর্ড
ভারতের টেস্ট বোলারদের মধ্যে সর্বকালের সেরা রেটিং পয়েন্টে পৌঁছে গেলেন জসপ্রীত বুমরাহ।
বুমরাহ এক্ষেত্রে ভেঙে দেন অশ্বিনের সর্বকালীন রেকর্ড।
১. মেলবোর্ন টেস্টের পরে বুমরাহর রেটিং পয়েন্ট ৯০৭।
২. অশ্বিন ২০১৬ সালে ৯০৪ রেটিং পয়েন্টে পৌঁছন।
৩. রবীন্দ্র জাদেজা ২০১৭ সালে ৮৯৯ রেটিং পয়েন্টে পৌঁছন।
৪. কপিল দেব ১৯৮০ সালে ৮৭৭ রেটিং পয়েন্টে পৌঁছন।
৫. অনিল কুম্বলে ১৯৯৪ সালে ৮৫৯ রেটিং পয়েন্টে পৌঁছন।
বুমরাহ ব্রিসবেন টেস্টের পরে সর্বোচ্চ রেটিং পয়েন্টে অশ্বিনকে ছুঁয়ে ফেলেন।
মেলবোর্ন টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়ে অশ্বিনকে টপকে সর্বকালীন রেকর্ড গড়েন জসপ্রীত।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88