Hindustan Times
Bangla

জয় হনুমান সহ যে ছবিগুলি 'ভগবান হনুমানজি'কে নিয়ে তৈরি। ১২ এপ্রিল হনুমান জয়ন্তীতে দেখে নি সেই তালিকা। 

গত ১২ জানুয়ারি পরিচালক প্রশান্ত বর্মা 'জয় হনুমান' ছবির পোস্টার শেয়ার করে ছবির প্রি প্রোডাকশনের কথা জানান।

'জয় হনুমান' ছবিটি চলতি বছরই ১২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা।

'হনুমান', যে ছবিটি কিনা 'জয় হনুমান'-এর প্রিকুয়েল, এই ছবিটি ভগবান হনুমানের আশীর্বাদ প্রাপ্ত এক তরুণের গল্প বলে, যে সকলকে রক্ষা করে।

হনুমান: দ্য মাইটি ওয়ারিয়র ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে, এটা প্রথম কোনও অ্যানিমেটেড ছবি যেটি হনুমানের যাত্রাপথের গল্প বলে।

২০০৭ সালে 'রিটার্ন অফ হনুমান' ছবিটি পরিচালনা করেন অনুরাগ কাশ্যপ। যেখানে বিশ্ব উষ্ণায়নের বিষয়টিকে তুলে ধরা হয়েছিল।

'দ্য়া লেজেন্ড অফ হনুমান' ছবিটি বজরংবলির এক্সটেনডেড ভার্সন, যে ছবিটি ২০২১ সালে শরদ দেবরাজন ও চারুভি আগরওয়াল বানিয়েছিলেন।

'হনুমান বনাম মহীরাবণ' ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। যেখানে রাম-লক্ষণ ও হনুমানের সঙ্গে রাবণের লড়াই দেখানো হয়।

হনুমান: দ্য দমদার ছবিটি মু্ক্তি পেয়েছিল ২০১৭ সালে। 

caco88