Hindustan Times
Bangla

বিয়ে করছেন মহম্মদ শামি? ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল

সেজেগুজে গলায় মালা, মাথায় পাগড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন মহম্মদ শামি।

শামির এই নতুন ছবিই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

তারকা ক্রিকেটারের এই ছবি দেখে প্রশ্ন উঠেছে নেটিজেনের মনে, আবার কি বিয়ে করছেন শামি?

অনেকেই আবার শামির ছবি দেখে তাঁকে নতুন বর ভেবে বসেছেন।

কেউ কেউ প্রশ্ন করেছেন, 'এই লুকটা কীসের?'

ছবিতে শামিকে বেশ খুশি খুশিই দেখাচ্ছে।

caco88