Hindustan Times
Bangla

অপূর্ব স্বাদ! ভাইরাল মাশরুম কফি খেয়ে নাকি রোগা হচ্ছে সবাই, কীভাবে বানাবেন?

অনেক মানুষের কফি খেয়ে দিন শুরু করার অভ্যাস আছে। কিন্তু বাজারে আসা নতুন মাশরুম কফি খেয়েছেন কি?

pexels

কফির গুঁড়োর সঙ্গে বিশেষ ধরনের মাশরুম পাউডার মিশিয়ে তৈরি করা হয় মাশরুম কফি। 

pexels

মাশরুম পাউডারের জন্য কফির স্বাদেও আসে বদল।  মাশরুম কফি নিয়মিত কফির তুলনায় কম ক্যাফেইনযুক্ত হয়ে থাকে। 

pixabay

কিছু ক্ষেত্রে মাশরুম কফি হজম ক্ষমতা বাড়াতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে। 

pexels

দিনের শুরুতে মাশরুম কফি পান করলে শরীরে এনার্জি আসে। এটি শারীরিক ক্লান্তি দূর করে, দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা বাড়ায়। 

pexels

যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের জন্য মাশরুম কফি অতুলনীয়। গবেষণায় দেখা গেছে, এই পানীয় বিপাক ক্রিয়া উন্নত করে ও চর্বি পোড়াতে সাহায্য করে। 

pixabay

মাশরুম কফির আরেক বিশেষ গুণ হল এটি ঘুমের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। 

মাশরুম কফি নিয়মিত কফির একটি স্বাস্থ্যকর এবং ভিন্ন বিকল্প হতে পারে, কিন্তু এর সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করে আপনার জন্য এটি উপযুক্ত কিনা, তা যাচাই করে নিন।

যাদের মাশরুমে এলার্জি আছে, তাঁরাও এই কফি পান থেকে বিরত থাকুন। 

caco88