By Priyanka Mukherjee
Published 11 Jan, 2025
Hindustan Times
Bangla
কৌশিকি-কন্যা কাঁকনের বড়বেলার চরিত্রে জগদ্ধাত্রীতে এন্ট্রি জলসার নায়িকার!
জি বাংলার সবথেকে পুরনো সিরিয়াল গুলির মধ্যে একটি ‘জগদ্ধাত্রী’। সম্প্রতি এই মেগায় এসেছে লিপ
কৌশিকির মূক-বধির কন্যা কাঁকনের চরিত্রে দর্শকদের মন জিতেছিলেন দেবাঙ্গনা ফৌজদার, তিনি বিদায় নিয়েছেন
কাঁকনের বড়বেলার চরিত্রে জগদ্ধাত্রীতে দেখা যাবে প্রিয়ান্তিকা মুখোপাধ্যায়কে
কাঁকনের লুকে ইতিমধ্যেই প্রিয়ান্তিকার ছবি সামনে এসেছে, সায়োলার স্যুটে স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী
অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ইরা হিসাবে দর্শক আগেই ভালোবেসেছে প্রিয়ান্তিকাকে, এবার নতুন চ্যালেঞ্জ
এর আগে ধ্রুব তারা, সাঁঝের বাতি, তোমায় হৃদ মাঝারে-র মতো সিরিয়ালেও দর্শক দেখেছে প্রিয়ান্তিকাকে
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88