Hindustan Times
Bangla

আইপিএলে ফের একবার হারের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স

ইডেনে রাহানের দুরন্ত অর্ধশতরান করলেও জিততে পারেনি তাঁর দল

গত ৩ বছর আইপিএলে নিজেকে নতুন করে চিনিয়েছেন রাহানে

২০২৩ সালে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭২, আর এবছরে তাঁর স্ট্রাইক রেট পাঁচ ম্যাচ শেষে ১৬০

গত তিন বছরে রাহানের করা চারটি হাফ সেঞ্চুরিই তাঁর নিজের আইপিএল কেরিয়ারের দ্রুততম

২০২৩ সালে সিএসকের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে ১৯ বলে এবং কেকেআরের বিরুদ্ধে ২৪ বলে হাফ সেঞ্চুরি করেন রাহানে

এবছর আরিসিবির বিপক্ষে ২৫ বলে এবং এলএসজির বিরুদ্ধে ২৬ বলে অর্ধশতরান করেছেন রাহানে

caco88