By Sritama Mitra
Published 21 Jul, 2023
Hindustan Times
Bangla
রাখী পূর্ণিমা ২০২৩: কোন সময়ে শুভক্ষণ? জানুন তিথি
উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। রাখী পূর্ণিমা আসছে সামনেই। ভাইবোনকে ঘিরে এই উৎসবের শুভ তিথি ২০২৩ সালে কবে পড়ছে দেখে নেওয়া যাক।
রাখী পূর্ণিমার তিথি- শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই শুভক্ষণ পড়ে। চলতি বছরে ৩০ আগস্ট পড়ছে রাখী। তবে তিথি ৩১ আগস্ট পর্যন্ত থাকছে।
শুভ তিথি কবে- ৩০ আগস্ট ১০ টা ৫৮ মিনিট থেকে শুরু হচ্ছে তিথি, আর তা চলবে ৩১ আগস্ট সকাল ৭ টা ০৫ মিনিট পর্যন্ত।
রাখী বন্ধনের শুভ সময়- রাখী বন্ধন উৎসবের শুভ সময় সাধারণ অপরাহ্নে থাকে বলে মত বহু শাস্ত্রজ্ঞের।
শুভক্ষণ- ৩১ আগস্ট সকাল ৭ টা ০৫ মিনিট পর্যন্ত নেই পূর্ণিমা। নেই ভাদ্রকাল। ৩০ আগস্ট ৯টা ০৫ মিনিট থেকে ৩১ আগস্ট ৭ টা ০৫ মিনিট পর্যন্ত এই শুভ সময়।
ভাদ্রকাল- মনে করা হয় এই সময়কালে কোনও শুভ কাজ করা হয়না। সেই কারণে এই ভাদ্রকালে কোন শুভ কাজ হয় না। ভাদ্রকালে রাখী পরানো শুভ নয়।
লাল, কমলা বা হলুদ রঙের রাখী শুভ বলে মনে করা হয়।
রাখী সর্বদা পূর্ব দিকে মুখ করে পরানো উচিত। এতে ভাইয়ের মঙ্গল হয় বলে বিশ্বাস।
caco88