By Sritama Mitra
Published 27 Aug, 2023
Hindustan Times
Bangla
এবছর ভাদ্রে রাখি বন্ধন ! ভাদ্রকাল নিয়ে জড়িয়ে আছে কোন পৌরাণিক কাহিনি
চলতি বছরে রাখি পূর্ণিমা পড়েছে ৩০ অগস্ট। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ৩১ অগস্ট।
চলতি বছরে শ্রাবণে নয়, বরং ভাদ্র মাসে পড়েছে রাখি পূর্ণিমা। তবে ভাদ্রে ভাইকে রাখি পরানো কি শুভ? এই নিয়ে রয়েছে বহু মত।
তবে ভাদ্র কালে রাখি পরানো নিয়ে একটি পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে।
শূর্পনখা আর রাবণকে কেন্দ্র করে ভাদ্র কালের রাখি উৎসব পালন নিয়ে এই কাহিনি প্রচলিত রয়েছে। দেখে নেওয়া যাক সেই কাহিনি।
ভাদ্রকালে শূর্পনখা, তাঁর ভাই রাবণকে রাখি পরিয়েছিলেন বলে কথিত রয়েছে। এরপর রাবণের বংশ নিশ্চিহ্ন হয়।
তাই ভাদ্রকালে রাখি পরানো শুভ নয় বলে কথিত রয়েছে। ৩০ অগস্ট সকাল ১০.১৩ থেকে রাত ৮.৫৭ পর্যন্ত পড়েছে ভাদ্রকাল।
আর ওই ভাদ্রকালে ভািকে রাখি পরানো শুভ নয় বলে মনে করা হয়। এমনই মত শাস্ত্রজ্ঞদের।
এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা।
caco88