By Priyanka Mukherjee
Published 4 Jul, 2023
Hindustan Times
Bangla
ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন, হবু বউকে ভরালেন আদরে!
চলতি বছরের গোড়াতেই বাগদান সেরেছিলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী কৃষাণ বিরাজ
পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ১৩ বছরের দাম্পত্যে ইতি টেনে সুপার মডেলের কৃষাণের হাত ধরেছিলেন শ্রাবন্তী
২০১৬ সালের জুলাই মাসে কৃষাণের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী, তবে কয়েকমাসের মধ্যেই ভাঙে সম্পর্ক
এবার আর্শিয়া সিনহার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন কৃষাণ
বিয়ের আগে হবু বউয়ের সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী
পেশায় সুপার মডলে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী, এবার প্রেম নয় সম্বন্ধ করে বিয়ে হচ্ছে তাঁর
আর্শিয়ার সঙ্গে ডিসেম্বরেই সাত পাক ঘুরবেন কৃষাণ, ২০১৯ সালে শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হয়েছিল তাঁর
কৃষাণের সঙ্গে ডিভোর্স পাকা হওয়ার মাস কয়েকের মধ্যেই রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী, তবে সেই বিয়েও টেকেনি নায়িকার।
ক্লিক করুন
caco88