হলিউডের এই ৬ তারকা নতুন বছরে পাল্টেছেন রিলেশনশিপ স্ট্যাটাস
সঙ্গীকে নিয়ে নতুন বছর শুরু করতে চলেছেন এই ৬ তারকা, একজনের তো সামনেই বিয়ে
Salena Gomez and Benny Blanco: ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই তারকা জুটি এনগেজ হয়েছিলেন। এক বছর সম্পর্কে থাকার পর অবশেষে Instagram-এ নিজের এনগেজমেন্ট রিংয়ের ছবি পোস্ট করেছিলেন নায়িকা।
Tom Holland and Zendaya: ২০২৫ সাল শুরু হতেই বড় খবর শুনিয়েছেন সকলের প্রিয় স্পাইডারম্যান কাপল। ২০২১ সাল থেকে ডেট করার পর অবশেষে এই বছর নতুন ইনিংস শুরু করলেন তাঁরা।
Adele and Rich Paul: জার্মানির মুনিচে কনসার্ট চলাকালীন নিজেদের এনগেজমেন্টের কথা সকলের সামনে এনেছিলেন এই দুই তারকা। তবে সোশ্যাল মিডিয়ায় এখনও কোনও পোস্ট করেননি তাঁরা।
Enter text Here
Enter tee Lady Gaga and Michael Polansky: ২০২৪ সালের এপ্রিল মাসে ভেনিস ফিল্ম ফেস্টিভাল চলাকালীন লেডি গাগা নিজের এনগেজমেন্ট রিং সকলের প্রকাশ্যে আনেন।
Emma Roberts and Cody John: ২০২৪ সালের জুলাই মাসে নিজেদের এনগেজমেন্ট-এর খবর প্রকাশ্যে আনেন এই তারকা জুটি। ২০২২ সাল থেকে একসঙ্গে রয়েছেন তাঁরা।
Paris Jackson and Justin Long: গত বছর ডিসেম্বর মাসে প্যারিসে এনগেজমেন্ট সারেন এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়া ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ছবি।