Hindustan Times
Bangla

ছুরি দিয়ে ৬ বার কোপানো হল সইফক! ওয়াইনের গ্লাস হাতে তখন কোথায় করিনা? 

১৬ জানুয়ারি ভোর রাতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হামলা চালায়। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাদের চিকিৎসা চলছে।

Image Credit: Instagram/saraalikhan95

মানুষের মনে প্রশ্ন, সইফের উপর হামলার সময় করিনা এবং দুই সন্তান তৈমুর আলি খান ও জেহ আলি খান কোথায় ছিলেন?

Image Credit: Instagram/saraalikhan95

সূত্রের খবর, জেহ আর তৈমুরের ঘরে সইফ আলি খানের উপর হামলা হয়। হামলার সময় কারিনা বাড়িতে ছিলেন না, তবে ছেলেরা সেখানেই হাজির ছিল

Image Credit: Instagram/saraalikhan95

তবে দুই শিশুর কারও আঘাতের খবর পাওয়া যায়নি।  সন্তানরা নিরাপদে আছেন বলে জানা গেছে। করিনা ওই সময় গার্লস নাইট আউটে বাড়ির বাইরে ছিলেন

জানা গিয়েছে, গভীর রাতে সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি। যেখানে শিশুদের আয়ার সঙ্গে তাঁর বচসার আওয়াজে ঘুম ভাঙে সইফের। সইফ সেখানে পৌঁছানোর পর দুষ্কৃতীরা সইফকে ৬ বার ছুরি দিয়ে কোপায়, গুরুতর জখম হন নায়ক

Image Credit: Instagram/kareenakapoorkhan

 চুরির উদ্দেশ্য নিয়েই অজ্ঞাত পরিচয় বাড়িতে ঢুকেছিল। ভোর সাড়ে তিনটে নাগাদ লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফ আলি খানকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাইফ আলি খানের ওপর এই হামলা পুরো বলিউডে আলোড়ন সৃষ্টি করেছে। এখন সইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন ভক্তরা।

caco88