🍸 মালদায় ফের প্রকাশ্য দিবালোকে খুন তৃণমূল নেতা। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২। ঘটনা কালিয়াচকের নওয়াদা - যদুপুর গ্রাম পঞ্চায়েতের নয়া বস্তি এলাকার। নিহতের নাম হাসা শেখ। অভিযুক্ত তৃণমূল নেতা জাকির শেখ ও তাঁর অনুগামীরা। এই ঘটনায় জেলা পুলিশের তৎপরতা নিয়ে ফের একবার গুরুতর প্রশ্ন উঠছে।
🌱জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নয়াবস্তি এলাকায় সোলার লাইট ও রাস্তার কাজের উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল তৃণমূল সভাপতি বকুল শেখ, প্রাক্তন অঞ্চল প্রধান এহেসানউদ্দিন ও তাঁদের অনুগামীরা। অনুষ্ঠান শেষে ফেরার সময় তাদের ওপর হামলা চালায় জাকির শেখ ও তাঁর অনুগামীরা। সশস্ত্র অবস্থায় পিছন থেকে তাঁর ওপর হামলা চালায় প্রায় ২৫ জন দুষ্কৃতী। বকুল শেষ ও তাঁর অনুগামীদের লক্ষ্য করে পর পর গুলি চালাতে লাগে তারা। গুলিবিদ্ধ হন বকুল শেখ, এহেসানউদ্দিন ও তাঁদের এক অনুগামী হাসা শেখ। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসার। বাকি ২ জনকে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
🐻জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সির দাবি, অভিযুক্ত জাকির শেখ কংগ্রেসের লোক। তাঁর সঙ্গে বকুল শেখের আগে থেকেই বিবাদ ছিল। তা নিয়ে মামলা মোকদ্দমাও চলছিল। সেই আক্রোশে বকুলকে খুনের চেষ্টা করেছে সে।
ꦅওদিকে নিহত হাসা শেখের দাদার দাবি, ব্লক তৃণমূল সভাপতির হাত ধরে কিছুদিন আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন জাকির শেখ। তবে তা মানতে রাজি নন আবদুর বক্সি।
🌄এই ঘটনায় মালদায় ফের পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইংরেজবাজার শহরে তৃণমূল নেতা বাবলা সরকার খুনের পর ফের দলীয় নেতা খুনে পুলিশের গোয়েন্দা দক্ষতা প্রশ্নের মুখে।